নোরা জোন্স

নোরা জোন্স (Norah Jones) (মার্চ ৩০, ১৯৭৯) মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্‌ (jazz) সঙ্গীত শিল্পী। তিনি পন্ডিত রবি শংকরের কন্যা। তার মা স্যু জোন্স একজন নৃত্যশিল্পী ( পরে নার্স ) ছিলেন। নোরা জোন্স এর জন্ম নিউ ইয়র্ক শহর এ। তবে তিনি বেড়ে ওঠেন টেক্সাসের ডালাসে

নোরা জোন্স
প্রাথমিক তথ্য
জন্ম নামগীতালি নোরা জোনস শঙ্কর
উদ্ভব নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
ধরনফোক
Soul
জ্যাজ
কান্ট্রি
পপ
পেশাগায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ, অভিনেতা
বাদ্যযন্ত্রসমূহকন্ঠ
পিয়ানো/কিবোর্ড
গিটার
কার্যকাল২০০১–বর্তমান
লেবেলব্লু নোট (২০০২–বর্তমান)
ওয়েবসাইটhttp://www.norahjones.com/

২০০২ সালে তার প্রকাশিত প্রথম পপ সঙ্গীত অ্যালবাম কাম আওয়ে উইথ মি এর মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। সারা বিশ্বে এর ২ কোটি কপি বিক্রি হয়। এই অ্যালবামের জন্য তিনি ৮টি গ্র্যামি এওয়ার্ড পান।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.