নোরা জোন্স
নোরা জোন্স (Norah Jones) (মার্চ ৩০, ১৯৭৯) মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ্ (jazz) সঙ্গীত শিল্পী। তিনি পন্ডিত রবি শংকরের কন্যা। তার মা স্যু জোন্স একজন নৃত্যশিল্পী ( পরে নার্স ) ছিলেন। নোরা জোন্স এর জন্ম নিউ ইয়র্ক শহর এ। তবে তিনি বেড়ে ওঠেন টেক্সাসের ডালাসে।
নোরা জোন্স | |
---|---|
![]() | |
প্রাথমিক তথ্য | |
জন্ম নাম | গীতালি নোরা জোনস শঙ্কর |
উদ্ভব | ![]() |
ধরন | ফোক Soul জ্যাজ কান্ট্রি পপ |
পেশা | গায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ, অভিনেতা |
বাদ্যযন্ত্রসমূহ | কন্ঠ পিয়ানো/কিবোর্ড গিটার |
কার্যকাল | ২০০১–বর্তমান |
লেবেল | ব্লু নোট (২০০২–বর্তমান) |
ওয়েবসাইট | http://www.norahjones.com/ |
২০০২ সালে তার প্রকাশিত প্রথম পপ সঙ্গীত অ্যালবাম কাম আওয়ে উইথ মি এর মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। সারা বিশ্বে এর ২ কোটি কপি বিক্রি হয়। এই অ্যালবামের জন্য তিনি ৮টি গ্র্যামি এওয়ার্ড পান।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.