বিন্দু সুব্রমনিয়ম
বিন্দু সুব্রমনিয়ম একজন ভারতীয়/আমেরিকান গায়িকা, গীতিকার ও পিয়ানোবোদক।[1] উনি বেহালাবাদক ডাঃ. এল. সুব্রমনিয়মের মেয়ে, গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির সত-মেয়ে ও বেহালাবাদক অ্যাম্বি সুব্রমনিয়মের দিদি। [2] উনি ১২ বছর বয়স থেকে অনুষ্ঠান করছেন এবং জর্জ ডিউক, স্টানলি ক্লারক, বিলি কোভাম, ল্যারি করিয়েল, পন্ডিত যশরাজ, পঙ্কজ উদাস, হরিহরণ প্রমূখ বিশিষ্ঠ শিল্পীদের সাথে কাজ করেছেন।[3]
বিন্দু সুব্রমনিয়ম | |
---|---|
জন্ম নাম | বিন্দু সুব্রমনিয়ম |
আরো যে নামে পরিচিত | বিন্দু |
উদ্ভব | ভারত |
ধরন | পাশ্চাত্য সঙ্গীত, কর্ণাটক সঙ্গীত |
পেশা | গায়িকা, পিয়ানোবোদক, গীতিকার |
বাদ্যযন্ত্রসমূহ | বেহালা, পিয়ানো |
কার্যকাল | ১৯৯৭–বর্তমান |
সহযোগী শিল্পী | ডাঃ. এল. সুব্রমনিয়ম, কবিতা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ম |
তথ্যসূত্র
- "'Being L Subramaniam's daughter didn't help'"। Rediff। ১২ মে ২০১১। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬।
- "We are family"। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬।
- "Time Music launches Bindu Subramaniam debut album 'Surrender'"। ৯ মে ২০১১। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.