নিলয় আলমগীর

নিলয় আলমগীর একজন বাংলাদেশী মডেল ও অভিনেতা।[1][2] তিনি ২০০৯ সালে বিএফডিসি, মার্কেট একসেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।[3]

নিলয় আলমগীর
নিলয় আলমগীর
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, মডেল
কার্যকাল২০১০ – বর্তমান
দাম্পত্য সঙ্গীআনিকা কবির শখ
(২০১৬-বর্তমান)
পিতা-মাতাআওলাদ হোসেন (পিতা)
আসমা হোসেন (মাতা)
ওয়েবসাইটniloyalamgir.com

কর্মজীবন

নিলয় আলমগীর ২০০৯ সালে ফেয়ার এন্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু করেন।[1] মাসুদ কাইনাৎ এর পরিচালিত "বেইলী রোড" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্নপ্রকাশ করেন। . তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প যেটি ২৯ আগস্ট ২০১৪-তে মুক্তি পায়। [4][5][6]

কেয়া হোয়াইট প্লাস ডিটারজেন্ট পাউডার, বাংলালিংক দেশ, আইস কুল সাবান, সিঙ্গার ইত্যাদি টিভি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেছেন।

চলচ্চিত্র জীবন

বছরচলচ্চিত্রভূমিকাসহ-শিল্পীভাষাপরিচালকব্যাখ্যা
২০১১বেইলী রোডশুভআঁচলবাংলামাসুদ কাইনাৎ
২০১৩রূপগাওয়ালমুখাইশিমলাবাংলাহাবিবুর রহমান
২০১৪অল্প অল্প প্রেমের গল্পনিলয়আনিকা কবির শখবাংলাসানিয়াত হোসেন[4]
ভালোবাসা, প্রেম নয়সূর্যআইরিন সুলতানাবাংলাজাহিদ রেজা[3]
২০১৬ভালোবাসবই তো[1][7]অপুমৌসুমীবাংলাবেলাল আহম্মেদ

দূরদর্শন

টিভি চলচ্চিত্র

ক্রমনাটকপরিচালকসহ-শিল্পীনোট
রূপার শেষ কথা থেকেছায়ানিকা চৌধুরী
এক জোড়া কালো জুতাআরিদ আহনাফ
মুন্সি বাড়ীসাদেক সিদ্দিকী
ঢাকায় টাকা উড়েফয়েজ আহমেদ
জোছনাময়ীরেদওয়ান রনি
দুই পৃথীবিমামুন খান
অনুভূতির ছোয়া তুমিদীন মোহাম্মদ মন্টু
রোদ আসবে বেলায়আশরাফ দীপু
জেনারেশন পালসরেদওয়ান রনি
১০রূপালী আলোর খোজেআশুতোষ সুজন
১১সম্রাট শাহজাহানআশুতোষ সুজন
১২প্রতিধ্ধনিপ্রনেশ চৌধুরী
১৩লাল পিপড়া,কালো পিপড়াসালাউদ্দিন লাভলু
১৪মেয়েটি কথা বলিবে প্রেম করিবে নাহসালাউদ্দিন লাভলুমমো
১৫দর্পহরনশুভ্র আহমেদমীম
১৬সমপর্নইমন তালুকদার
১৭মনচূড়াশেখ রুনা
১৮অপসোহেল আরমান
১৯গাধা পুত্রসোহেল আরমান
২০শুভ প্রাপ্তিকৌশিক শংকর দাস
২১তোমার হৃদয় পাগলফেরদৌস হাসানমিমো, অপূর্ব, জেনিরবীন্দ্রসঙ্গীত
২২আলো আধারেমিমো
২৩আঁচড়ইমন তালুকদারমীম
২৪খেলাপ্রীতি
২৫ওয়ান ফাইন ডেকৌশিক শংকরশখ
২৬বন্ধু তুমি বন্ধু অামরশখ
২৭ঠিকানাশাহীন সরকারশখ
২৮অবশেষে একদিনদেবাশীষ বড়ুয়া দীপশখ

টিভি সিরিজ

ক্রমধারাবাহিক নাটকপরিচালক
বন্ধু অামরফেরদৌস হাসান
ভালোবাসার কাহিনীসাওনক মিত্র
পা রেখেছি যৌবনেফেরদৌস হাসান
কলেজপল্লব বিশ্বাস
নীল রংয়ের গল্প [2]কৌশিক শংকর দাস
যুবরাজ এস এম সালাহ উদ্দীন

সোনার পাখি রূপার পাখি সালাউদ্দিন লাভলু

প্রিয় দিন প্রিয় রাত (বর্তমান) সালাউদ্দিন লাভলু

তথ্যসূত্র

  1. মৌসুমী-নিলয় অসম জুটি [Moushumi-Niloy unequal pair]Jaijaidin। Dhaka। ২০১৪-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  2. Rahman, Mahfuz (২০১৪-০১-০৮)। ‘নাটকে আমি রোমিও’ [I was Romeo in the drama']Prothom Alo। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  3. নিলয়ের নতুন ছবি ‘ভালোবাসা প্রেম নয়’ [Niloy's new film 'Bhalobasa Prem Noy']Prothom Alo। Dhaka। ২০১৪-০৮-১২। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  4. Chatak, Hasan Mansoor (২০১৪-০৮-১৭)। "Real life couple Shokh-Niloy on reel"Dhaka Tribune। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  5. শখ-নিলয় জুটির বড় পর্দায় অভিষেক ২৯শে আগস্ট [Shokh-Niloy Couple big screen debut on August 29]Daily Manab Jamin। Dhaka। ২০১৪-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  6. "'Alpo Alpo Premer Galpo' set to release on Aug 29"The Independent (Bangladesh)। Dhaka। ২০১৪-০৭-২৭। ২০১৪-০৮-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬
  7. Milu, Kamruzzaman (২০১৪-০৮-১৪)। অসম প্রেমের ফ্রেমে মৌসুমী-নিলয় [In frame of unequal love Moushumi-Niloy]banglanews24.com। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৬

আরো পড়তে

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.