নিকোলাই গোগোল

নিকোলাই ভাসিলিয়েভিচ গোগোল (রুশ: Никола́й Васи́льевич Го́голь) (এপ্রিল ১, ১৮০৯ - মার্চ ৪, ১৮৫২) একজন ইউক্রেনীয় বংশোদ্ভূত রুশ লেখক। গোগলের অনেক লেখাতেই তার ইউক্রেনীয় সংস্কৃতির প্রভাব পড়েছে, কিন্তু তিনি রুশ ভাষায় সাহিত্য রচনা করেছেন। গোগলের সবচেয়ে নামকরা রচনা হল মৃত আত্মা ( Dead Souls), যাকে আধুনিক রুশ উপন্যাসের পথিকৃৎ বলে গণ্য করা হয়। এই উপন্যাসের দ্বিতীয় খণ্ডটিও লেখা হয়েছিল, যা গোগল নিজ হাতে পুড়িয়ে ফেলেন।

গোগোলের দাগেরোটাইপ, ১৮৪৫ সালে সের্গেই ল্ভুভবিক লেভিত্সি (১৮১৯–১৮৯৮) কর্তৃক গৃহীত।
জন্মনিকোলাই ভাসিলিয়েভিচ গোগোল
(১৮০৯-০৩-৩১)৩১ মার্চ ১৮০৯[1] (N.S.)
সরোচিনৎসি, পোলতাভা গভর্নোরেট, রুশ সাম্রাজ্য (বর্তমানে ইউক্রেন)
মৃত্যু৪ মার্চ ১৮৫২(1852-03-04) (বয়স ৪২)
মস্কো, রুশ সাম্রাজ্য
সমাধিস্থলনভোদেভিচি সেমেট্রি
পেশানাট্যকার, ছোট-গল্প লেখক, ঔপন্যাসিক
জাতীয়তারুশ
সময়কাল১৮৪০–৫১

স্বাক্ষর

গোগোলেরর সম্বন্ধে আরেক বিখ্যাত রুশ সাহিত্যিক ফিওদোর দস্তয়েভ্‌স্কি বলেছেন, "আমরা সবাই গোগলের ওভারকোট থেকেই বের হয়ে এসেছি।"

উল্লেখযোগ্য সাহিত্যকর্ম

তথ্যসূত্র

  1. Some sources indicate he was born 20 March/1 April 1809.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.