নিউটন ডি সর্দি
নিল্টন ডি সর্দি (পর্তুগিজ: Nílton de Sordi; জন্ম: ১৪ ফেব্রুয়ারি, ১৯৩১-মৃত্যু: ২৪ আগস্ট, ২০১৩) সাও পাউলো’র পিরাসিকাবায় জন্মগ্রহণকারী ব্রাজিলের সাবেক ফুটবলার।[1] ডি সর্দি নামেই সর্বাধিক পরিচিত ছিলেন। ব্রাজিল দলের পক্ষ হয়ে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেছেন। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিল দলের অন্যতম খেলোয়াড় ছিলেন তিনি। চূড়ান্ত খেলা বাদে সবগুলোতে খেলেছেন।[2] মাঠে তিনি ডিফেন্ডারের ভূমিকায় অবতীর্ণ হতেন। জাতীয় দলের হয়ে ২২ খেলায় অংশগ্রহণ করেন। ঘরোয়া ফুটবলে ফিফটিন ডি পিরাসিকাবা-এসপি এবং সাও পাউলো দলে খেলেছেন।
![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | নিল্টন ডি সর্দি | ||
জন্ম | ১৪ ফেব্রুয়ারি ১৯৩১ | ||
জন্ম স্থান | পিরাসিকাবা, ব্রাজিল | ||
মৃত্যু | ২৪ আগস্ট ২০১৩ ৮২) | (বয়স||
মৃত্যুর স্থান | বেন্দেইর্যান্তেস, ব্রাজিল | ||
মাঠে অবস্থান | ডিফেন্ডার | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
১৯৪৯-১৯৫২ | ফিফটিন ডি পিরাসিকাবা | ? | (?) |
১৯৫২-১৯৬৫ | সাও পাউলো | ৫৩৬ | (০) |
১৯৬৫ | ইউনিয়াও বেন্দেইর্যান্তে | ? | (?) |
জাতীয় দল | |||
১৯৫৫-১৯৬১ | ব্রাজিল | ২২ | (০) |
দলসমূহ পরিচালিত | |||
ইউনিয়াও বেন্দেইর্যান্তে | |||
|
তথ্যসূত্র
- Agência Brasil। "De Sordi, campeão mundial de 58, morre aos 82 anos | Agência Brasil"। Agenciabrasil.ebc.com.br। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৬।
- "FIFA Player Statistics: DE SORDI"। FIFA.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৮-২৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.