নাচো মনরিয়াল

ইগনাসিও "নাচো" মনরিয়াল এরাসো (স্পেনীয় উচ্চারণ: [iɣˈnaθjo ˈnatʃo monreˈal eˈɾaso]; জন্ম: ২৬ ফেব্রুয়ারি ১৯৮৬) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি প্রিমিয়ার লীগ ক্লাব আর্সেনাল এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি লেফট ব্যাক এবং সেন্টার ব্যাক উভয় স্থানেই খেলে থাকেন।

নাচো মনরিয়াল
২০১৫ সালে মনরিয়াল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইগনাসিও মনরিয়াল এরাসো
জন্ম (1986-02-26) ২৬ ফেব্রুয়ারি ১৯৮৬
জন্ম স্থান পামপ্লোনা, স্পেন
উচ্চতা ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি)[1]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আর্সেনাল
জার্সি নম্বর ১৮
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
পামপ্লোনা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৫–২০০৬ ওসাসুনা বি ৩৬ (৩)
২০০৬–২০১১ ওসাসুনা ১২৭ (৩)
২০১১–২০১৩ মালাগা ৪৫ (১)
২০১৩– আর্সেনাল ১৬২ (৬)
জাতীয় দল
২০০৪–২০০৫ স্পেন অনূর্ধ্ব-১৯ (০)
২০০৭–২০০৯ স্পেন অনূর্ধ্ব-২১ (০)
২০০৯– স্পেন ২১ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ৯ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

তিনি ২০০৫ সালে, ওসাসুনার হয়ে খেলার মাধ্যমে তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি ওসাসুনার হয়ে পাঁচ মৌসুমে সর্বমোট ১৪৪টি ম্যাচ খেলেছেন। অতঃপর ২০১১ সালে, তিনি লা লিগার অন্য আরেক ক্লাব মালাগায় যোগদান করেন। এর ২ বছর পর, তিনি প্রিমিয়ার লীগ ক্লাব আর্সেনালে যোগদান করেন। আর্সেনালের সাথে তিনি ৩টি এফএ কাপ জয়লাভ করেন।

২০০৯ সালে, স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ রানার-আপ স্পেন দলের একজন সদস্য ছিলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান

আন্তর্জাতিক

৯ অক্টোবর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দলসালউপস্থিতিগোল
স্পেন ২০০৯
২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৬
২০১৭
মোট২১

আন্তর্জাতিক গোল

১২ নভেম্বর ২০১৬ পর্যন্ত হালনাগাদকৃত।[2]
গোলতারিখভেন্যুপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
১.১২ নভেম্বর ২০১৬নুয়েভো লস কারমেনেস, গ্রানাদা, স্পেন উত্তর মেসিডোনিয়া–০৪–০২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব

তথ্যসূত্র

  1. "Player profile: Nacho Monreal"। Premier League। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  2. "Nacho Monreal"। European Football। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

টেমপ্লেট:Spain squad 2013 FIFA Confederations Cup

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.