ধর্মসূত্র

হিন্দুধর্মে বেদাঙ্গান্তর্ভুক্ত কল্পশ্রেণীভুক্ত নীতিশাস্ত্র সংকলনাদিকে ধর্মসূত্র নামে অভিহিত করা হয়। এদের সংখ্যা ২০ । এ পুঞ্জে নিম্নোক্ত ২০ রচকের রচনাদিকে অন্তর্ভুক্ত করা হয়।

  • মনু রচিত ।
  • অত্রি রচিত ।
  • বিষ্ণু রচিত ।
  • হারীত রচিত ।
  • যাজ্ঞবল্ক্য রচিত ।
  • উশনা রচিত ।
  • অঙ্গিরা রচিত ।
  • যম রচিত ।
  • আপস্তম্ব রচিত ।
  • ১০ সংবর্ত্ত রচিত ।
  • ১১ কাত্যায়ন রচিত ।
  • ১২ পরাশর রচিত ।
  • ১৩ ব্যাস রচিত ।
  • ১৪ বৃহস্পতি রচিত ।
  • ১৫ শঙ্খ রচিত ।
  • ১৬ লিখিত রচিত ।
  • ১৭ দক্ষ রচিত ।
  • ১৮ গৌতম রচিত ।
  • ১৯ শতাতপ রচিত ।
  • ২০ বশিষ্ঠ রচিত ।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.