দ্য মিস্ট (চলচ্চিত্র)
দ্য মিস্ট (ইংরেজি ভাষায়: The Mist) ২০০৭ সালে প্রকাশিত একটি মার্কিন ভৌতিক চলচ্চিত্র। ১৯৮০ সালে প্রকাশিত দ্য মিস্ট গল্প অবলম্বনে এর চিত্রনাট্য রচিত হয়েছে। গল্পটি লিখেছিলেন স্টিফেন কিং। আর চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন ফ্র্যাংক ড্যারাবন্ট। এর আগে স্টিফেন কিংয়ের অন্য একটি গল্প অবলম্বনে তিনি দ্য গ্রিন মাইল চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন।
দ্য মিস্ট | |
---|---|
![]() নাটকীয় পোস্টার | |
পরিচালক | ফ্র্যাংক ড্যারাবন্ট |
প্রযোজক | ফ্র্যাংক ড্যারাবন্ট মার্টিন শেফার Liz Glotzer |
রচয়িতা | উপন্যাস: স্টিফেন কিং চিত্রনাট্য: ফ্র্যাংক ড্যারাবন্ট |
শ্রেষ্ঠাংশে | টমাস জেইন মার্সিয়া গে হার্ডেন লরি হোল্ডেন টোবি জোন্স আন্দ্রে ব্রাউয়ার |
সুরকার | মার্ক ইশাম |
চিত্রগ্রাহক | রন শ্মিট |
সম্পাদক | হান্টার এম ভায়া |
পরিবেশক | ডাইমেনশন্স ফিল্ম্স মেট্রো-গোল্ডউইন-মেয়ার |
মুক্তি | ২১শে নভেম্বর, ২০০৭ |
দৈর্ঘ্য | ১২৫ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | ১৭ মিলিয়ন মার্কিন ডলার |
আয় | ৩৫.৪ মিলিয়ন মার্কিন ডলার[1] |
তথ্যসূত্র
- "The Mist (2007)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৫।
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: The Mist (film) |
- Official site and trailers
- The Mist Exclusive Media-player
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য মিস্ট
(ইংরেজি) - রটেন টম্যাটোসে The Mist (ইংরেজি)
- মেটাক্রিটিকে The Mist (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে The Mist (ইংরেজি)
- অলমুভিতে The Mist (ইংরেজি)
- Cinemetrical data
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.