দ্য গ্রিন মাইল (চলচ্চিত্র)

দ্য গ্রিন মাইল ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত একাডেমি পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র। ১৯৯৬ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করছেন ফ্রাংক ড্যারাবন্ট। চলচ্চিত্রের মূল চরিত্রে রয়েছেন পল এজেনকম্ব হিসেবে টম হ্যাংকস এবং জন কফি হিসেবে মাইকেল ক্লার্ক ডানকান

দ্য গ্রিন মাইল
"দ্য গ্রিন মাইল"-এর পোস্টার
পরিচালকফ্রাংক ড্যারাবন্ট
প্রযোজকফ্রাংক ড্যারাবন্ট
ডেভিড ভেইল্ড্‌স
রচয়িতাউপন্যাস:
স্টিফেন কিং
চিত্রনাট্য:
ফ্রাংক ড্যারাবন্ট
শ্রেষ্ঠাংশেটম হ্যাংকস
ডেভিড মোর্স
বনি হান্ট
মাইকেল ক্লার্ক ডানকান
ব্যারি পিপার
জেম্‌ ক্রমওয়েল
ডৌগ হাচিনসন
স্যাম রকওয়েল
প্যাট্রিসয়া ক্লার্কসন
হ্যারি ডিন স্ট্যান্টন
সুরকারটমাস নিউম্যান
চিত্রগ্রাহকডেভিড ট্যাটারশেল
সম্পাদকরিচার্ড প্রান্সিস ব্রুস
পরিবেশকওয়ার্নার ব্রাদার্স
(যুক্তরাষ্ট্রের নাট্যাঙ্গন এবং বিশ্বব্যাপী ডিভিডি)
ইউআইপি / ইউনিভার্সাল
(আন্তর্জাতিক)
মুক্তিডিসেম্বর ১০, ১৯৯৯
দৈর্ঘ্য১৮৮ মিনিট
ভাষাইংরেজি
ফরাসি
নির্মাণব্যয়৬০ মিলিয়ন মার্কিন ডলার

চলচ্চিত্রটির মূল কাহিনী আবর্তিত হয়েছে ১৯৩০-এর দশকের একজন কারেকশন্‌স কর্মকর্তা জন কফিকে নিয়ে যাকে খুনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মুখ্য চরিত্র এজেনকম্বের স্মৃতিচারণের মাধ্যমে পুরো কাহিনী দেখানো হয়েছে। এজেনকম্ব বৃদ্ধ বয়সে একটি নার্সিং হোমে দিনাতিপাত করছিল। পুলিশ কর্মকর্তা এজেনকম্ব জেলখানায় জন কফির আগমন থেকেই কাহিনী বলা শুরু করেন এবং বলে যান অধিভৌতিক কাহিনীগুলো।

এই চলচ্চিত্রটি ২০০০ সালে চারটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেছিল। ক্ষেত্রগুলো হল: পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়, সেরা শব্দ, সেরা রচনা এবং সেরা চিত্র।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.