দৌলতপুর জুট মিলস লিমিটেড
দৌলতপুর জুট মিলস লিমিটেড বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[1] এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে খুলনা অঞ্চলের অধীনে থাকা ৯টি প্রতিষ্ঠানের[2] মধ্যে অন্যতম প্রধান পাটকল।[3]
স্থানীয় নাম | দৌলতপুর জুট মিল |
---|---|
সরকারি | |
শিল্প | পাট শিল্প বস্ত্র শিল্প |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৩ |
সদরদপ্তর | খালিশপুর, খুলনা, বাংলাদেশ |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
পণ্যসমূহ | কাপড়, থলে, দড়ি |
মালিক | বাংলাদেশ পাটকল করপোরেশন |
অবস্থান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলার খালিশপুরে এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত।[4]
ইতিহাস
এই শিণ্প প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়।[5] অব্যাহত লোকসানের কারণে প্রতিষ্ঠানটিকে বেসরকারিকরণ করা হলেও মামলার কারনে হস্তান্তর জটিলতায় ২০০২ সালে এটিকে বন্ধ ঘোষণা করা হয়;[6] পরবর্তীতে ২০১২-১৩ অর্থবছরে পুনরায় মিলটি চালু করা হয় সরকারের তত্ত্বাবধানে।[5]
অবকাঠামো
তুলনামূলকভাবে ছোট আকৃতির এই মিলটি ২২.৫৯ একর জায়গা জুড়ে অবস্থিত।[5]
কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা
এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ জন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমযাদার অনুর্ধ্ব ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।[7] বর্তমানে এখানে ৬০০ জন কর্মী নিয়োজিত রয়েছে।[4]
উৎপাদন ক্ষমতা
এই মিলে রয়েছে ২৫০টি তাঁত।[5]
উৎপাদিত পণ্য
- কাপড়
- থলে।
বাণিজ্য
২০১২-১৩ অর্থ বছরে এই প্রতিষ্ঠানটি হতে ৫ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের ৬৭১.৭০ মেট্রিক টন পাটজাতপন্য, ২০১৩-১৪ অর্থ বছরে ২ কোটি ৭৩ লক্ষ টাকা মূল্যের ৩২০.৭৬ মেট্রিক টন পাটজাতপন্য ও ২০১৪-১৫ অর্থ বছরে ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২২৪.৭৬ মেট্রিক টন পাটজাতপন্য রপ্তানি করা হয়।[5]
আরও দেখুন
তথ্যসূত্র
- "Thirty out of 119 jute mills closed, minister tells JS"। বিডিনিউজ২৪ ডটকম। ২৮ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "জনবল সংকটে চট্টগ্রামের ১০ রাষ্ট্রায়ত্ত পাটকল"। দৈনিক যুগান্তর। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকল আধুনিকায়ন করবে চীন"। দৈনিক বণিক বার্তা। ২০ আগস্ট ২০১৪। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "খুলনায় দুটি পাটকল চালু"। দৈনিক প্রথমআলো। ১৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "অর্থসংকটে খুলনার দৌলতপুর জুট মিল: সুবিধাবঞ্চিত শ্রমিক কর্মচারীরা"। এগ্রিনিউজ২৪.কম। ২৭ আগস্ট ২০১৭। ১৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "খুলনার দৌলতপুর জুট মিলের ৩৭ কর্মচারীর ভাগ্য অনিশ্চিত"। দৈনিক সংগ্রাম। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।
- "বাংলাদেশ পাটকল করপোরেশন"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯।