দৌলতপুর জুট মিলস লিমিটেড

দৌলতপুর জুট মিলস লিমিটেড বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান।[1] এটি রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে খুলনা অঞ্চলের অধীনে থাকা ৯টি প্রতিষ্ঠানের[2] মধ্যে অন্যতম প্রধান পাটকল।[3]

দৌলতপুর জুট মিলস লিমিটেড
Daulatpur Jute Mills Ltd.
স্থানীয় নাম
দৌলতপুর জুট মিল
সরকারি
শিল্পপাট শিল্প
বস্ত্র শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৫৩ (1953)
সদরদপ্তরখালিশপুর, খুলনা, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহকাপড়, থলে, দড়ি
মালিকবাংলাদেশ পাটকল করপোরেশন

অবস্থান

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলার খালিশপুরে এই শিল্প প্রতিষ্ঠানটি অবস্থিত।[4]

ইতিহাস

এই শিণ্প প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে স্থাপিত হয় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করা হয়।[5] অব্যাহত লোকসানের কারণে প্রতিষ্ঠানটিকে বেসরকারিকরণ করা হলেও মামলার কারনে হস্তান্তর জটিলতায় ২০০২ সালে এটিকে বন্ধ ঘোষণা করা হয়;[6] পরবর্তীতে ২০১২-১৩ অর্থবছরে পুনরায় মিলটি চালু করা হয় সরকারের তত্ত্বাবধানে।[5]

অবকাঠামো

তুলনামূলকভাবে ছোট আকৃতির এই মিলটি ২২.৫৯ একর জায়গা জুড়ে অবস্থিত।[5]

কর্মরত শ্রমিক ও ব্যবস্থাপনা

এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনস্থ হওয়ায় এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আদেশ নং ২৭, ১৯৭২ অনুযায়ী অতিরিক্ত সচিব পদমর্যাদার ১ জন চেয়ারম্যান এবং যুগ্ম সচিব পদমযাদার অনুর্ধ্ব ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে পরিচালিত হয়।[7] বর্তমানে এখানে ৬০০ জন কর্মী নিয়োজিত রয়েছে।[4]

উৎপাদন ক্ষমতা

এই মিলে রয়েছে ২৫০টি তাঁত।[5]

উৎপাদিত পণ্য

বাণিজ্য

২০১২-১৩ অর্থ বছরে এই প্রতিষ্ঠানটি হতে ৫ কোটি ৬৫ লক্ষ টাকা মূল্যের ৬৭১.৭০ মেট্রিক টন পাটজাতপন্য, ২০১৩-১৪ অর্থ বছরে ২ কোটি ৭৩ লক্ষ টাকা মূল্যের ৩২০.৭৬ মেট্রিক টন পাটজাতপন্য ও ২০১৪-১৫ অর্থ বছরে ১ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের ২২৪.৭৬ মেট্রিক টন পাটজাতপন্য রপ্তানি করা হয়।[5]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Thirty out of 119 jute mills closed, minister tells JS"বিডিনিউজ২৪ ডটকম। ২৮ জুন ২০০৫। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  2. "জনবল সংকটে চট্টগ্রামের ১০ রাষ্ট্রায়ত্ত পাটকল"দৈনিক যুগান্তর। ৬ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  3. "রাষ্ট্রায়ত্ত ২৬ পাটকল আধুনিকায়ন করবে চীন"দৈনিক বণিক বার্তা। ২০ আগস্ট ২০১৪। ২০১৯-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  4. "খুলনায় দুটি পাটকল চালু"দৈনিক প্রথমআলো। ১৮ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  5. "অর্থসংকটে খুলনার দৌলতপুর জুট মিল: সুবিধাবঞ্চিত শ্রমিক কর্মচারীরা"এগ্রিনিউজ২৪.কম। ২৭ আগস্ট ২০১৭। ১৯ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  6. "খুলনার দৌলতপুর জুট মিলের ৩৭ কর্মচারীর ভাগ্য অনিশ্চিত"দৈনিক সংগ্রাম। ২০ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯
  7. "বাংলাদেশ পাটকল করপোরেশন"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৪ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৯

বহি:সংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.