দেশ (পত্রিকা)

দেশ পশ্চিমবঙ্গের সাহিত্য বিষয়ক বাংলা পাক্ষিক পত্রিকা, যা কলকাতা থেকে প্রকাশিত হয়। নভেম্বর ২৪, ১৯৩৩ সাল থেকে আনন্দ বাজার পত্রিকা গ্রুপ কর্তৃক প্রতি মাসের ২ এবং ১৭ তারিখে প্রকাশিত হয়। সাগরময় ঘোষের পরে একবছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন অমিতাভ রায় পরবর্তীতে হর্ষ দত্তকে দায়িত্ব দেওয়া হয়, বর্তমানে সুমন সেনগুপ্ত সম্পাদনার দায়িত্ব পালন করছেন। প্রথম দিকে এটি পুরোপুরি সাহিত্য পত্রিকা ছিলো। যদিও দেশে এখন সাহিত্য ছাড়া রাজনীতি, খেলা, আজকাল, বাংলার হালচাল, সিনেমা, থিয়েটার, সাম্প্রতিক বিষয় - সব নিয়ে ছাপা হচ্ছে।[1][2]

দেশ
সম্পাদকসুমন সেনগুপ্ত
    বিভাগসাহিত্য
    সংবহন৯২,১৫৭ (২০০৮)
    প্রতিষ্ঠার বছর১৯৩৩
    কোম্পানিআনন্দ বাজার পত্রিকা গ্রুপ
    দেশ ভারত
    ভিত্তিকলকাতা
    ভাষাবাংলা

    তথ্যসূত্র

    1. আমু জোসেফ, কল্পনা শার্মা (আগস্ট ৪, ২০০৬)। Whose news?। এসএজিই পাবলিকেশন্স।
    2. "দেশ পত্রিকা"। ekikrat.in। ৭ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪

    বহিঃসংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.