থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস

থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (তিব্বতি: ཧུབ་བསྟན་ལུང་རྟོགས་བསྟན་འཛིན་འཕྲིན་ལས, ওয়াইলি: thub bstan lung rtogs bstan 'dzin 'phrin las) (১৯০৩-১৯৮৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস ১৯০৩ খ্রিষ্টাব্দে তিব্বতে জন্মগ্রহণ করেন। তাকে ব্লো-ব্জাং-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস (ওয়াইলি: blo bzang lung rtogs bstan 'dzin 'phrin las) নামক পঞ্চম লিং রিনপোছে উপাধিধারী লামার পুনর্জন্ম রূপে চিহ্নিত করা হয়। ১৯১২ খ্রিষ্টাব্দে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। পরের বছর তিনি শ্রমণের শপথ গ্রহণ করেন এবং কুড়ি বছর বয়সে ত্রয়োদশ দলাই লামা তাকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৯৩৮ খ্রিষ্টাব্দে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৯৪০ খ্রিষ্টাব্দে তিনি চতুর্দশ দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব লাভ করেন। ১৯৪৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৬৫ খ্রিষ্টাব্দে ভারতের বুদ্ধগয়া শহরে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতানব্বইতম প্রধান হিসেবে নির্বাচিত হন।[1]

তথ্যসূত্র

  1. "থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাসের জীবনী"। ১৪ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৪
পূর্বসূরী
থুব-ব্স্তান-কুন-দ্গা'
থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস
সাতানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
'জাম-দ্পাল-গ্ঝান-ফান
পূর্বসূরী
ব্লো-ব্জাং-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস
থুব-ব্স্তান-লুং-র্তোগ্স-ব্স্তান-'দ্জিন-'ফ্রিন-লাস
ষষ্ঠ লিং রিনপোছে
উত্তরসূরী
ব্স্তান-'দ্জিন-লুং-র্তোগ্স-'ফ্রিন-লাস-ছোস-'ফাগ্স
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.