ত্রিপুরার নগর ও শহরের তালিকা
ত্রিপুরা হল উত্তর-পূর্ব ভারতের একটি ছোট রাজ্য। এটি দেশের তৃতীয় ছোট রাজ্য , এর আয়োতন ১০,৪৯১ কিমি২ (৪,০৫১ মা২) এবং এর উত্তর, পশ্চিম ও দক্ষিণে সীমান্ত রয়েছে বাংলাদেশের (পূর্ব বঙ্গ)।রাজ্যটির পূর্বে রয়েছে আসাম ও মিজরাম রাজ্য। ২০১১ জালের জনগননায় রাজ্যটির জনসংখ্যা ৩৬,৭১,৩২ জন যা দেশের মোট জনসংখ্যার ০.৩%। ত্রিপুরার অধিকাংশ বাসিন্দা বাঙালি ও তাদের ভাষা হল বাংলা।এই রাজ্যে ত্রিপুরি জাতির মানুষও রয়েছেন।[1] টই রাজ্যের রাজধানী শহর আগরতলাতে একমাত্র পৌরসংস্থা রয়েছে এবং অন্য ১০ টি শহরে রয়েছে পৌরসভা।
ক্রম. | শহর | শ্রেণী | মহকুমা | জেলা | জনসংখ্যা | পৌরসভার ওয়াড সংখ্যা |
---|---|---|---|---|---|---|
1. | আগরতলা | পৌরসংস্থা | সাদর | পশ্চিম ত্রিপুরা | ৫২২,৬১৩ [2] | ৪৯ |
২. | অমরপুর | নগর পঞ্চায়েত | অমরপুর | গোমতি | ১১,৫২৫ | ১১ |
৩. | বেলোনিয়া | পৌরসভা | বেলোনিয়া | দক্ষিণ ত্রিপুরা | ২১,১৭৬ | ১৫ |
৪. | ধর্মনগর | পৌরসভা | ধর্মনগর | উত্তর ত্রিপুরা | ৪৫৮৮৭ | ২৩ |
৫. | কৈলাসাহর | পৌরসভা | কৈলাসাহর | উনাকোটি জেলা | ২৩,৪১৮ | ১৫ |
৬. | কামালপুর | নগর পঞ্চায়েত | কামালপুর | ধলাই | ১০,৯০৪ | ১১ |
৭. | খোয়াই | পৌরসভা | খোয়াই | খোয়াই | ২১,৩৮৭ | ১৫ |
৮. | কুমারঘাট | পৌরসভা | কুমারঘাট | উনাকোটি | ১৫,১৮৯ | ১৩ |
9. | রানিরবাজার | পৌরসভা | সদর | পশ্চিম ত্রিপুরা জেলা | ১৫,৮২০ | ১৩ |
10. | সাবরুম | নগর পঞ্চায়েত | সাবরুম | দক্ষিণ ত্রিপুরা | ৬,০৩৪ | ৯ |
11. | সোনামুড়া | নগর পঞ্চায়েত | সোনামুড়া | সিপাহিজলা | ১২,৫৯২ | ১১ |
12. | তেলিয়ামুরা | পৌরসভা | তেলিয়ামুরা | খোয়াই | ২১,৬৭৯ | ১৫ |
13. | উদয়পুর | পৌরসভা | উদয়পুর | গোমতি | ৩৭,৭৮১ | ২১ |
14. | বিশালগড় | পৌরসভা | বিশালগড় | সিপাহিজলা | ২২,৩০৯ | ১৫ |
15. | শান্তিরবাজার | পৌরসভা | শান্তিরবাজার | দক্ষিণ ত্রিপুরা | ১৫,৬৪৭ | ১৩ |
16. | আম্বাসা | পৌরসভা | আম্বাসা | ধলাই | ১৬,৪০৭ | ১৩ |
17. | জিরানিয়া | নগর পঞ্চায়েত | জিরানিয়া | পশ্চিম ত্রিপুরা | ১১,০২৩ | ১১ |
১৮. | মোহনপুর | পৌরসভা | মোহনপুর | পশ্চিম ত্রিপুরা | ১৮,৫৪৯ | ১৩ |
19. | মেলাঘর | পৌরসভা | সোনামুড়া | সিপাহিজলা | ১৯,৭১৪ | ১৩ |
20. | পানিসাগর | নগর পঞ্চায়েত | পানিসাগর | উত্তর ত্রিপুরা | ১১,৯৩৮ | ১১ |
আরও দেখুন
- ত্রিপুরার নদীর তালিকা
তথ্যসূত্র
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৭।
- www.tripurainfo.com/info/ArchiveDet.aspx?WhatId=15446 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে Notification for delimitation of civic wards issued, tripurainfo.com
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.