তেহট্ট
তেহট্ট হলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট মহকুমা র প্রধান অফিস ও শহর ।[1] ১৯৯৬ সালে তেহট্ট কে মহকুমা ও তার প্রধান অফিস হিসাবে প্রতিষ্ঠ করা হয়। এই শহর টি ভারত ও বাংলাদেশ র সীমান্তে অবস্থিত ।
তেহট্ট | |
---|---|
শহর | |
![]() ![]() তেহট্ট | |
স্থানাঙ্ক: ২৩.৭° উত্তর ৮৮.৫৫° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | নদিয়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২১,০৯৩ |
ভাষা | |
• অফিস | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৪১১৬০ |
টেলিফোন কোড | ৯১৩৪৭১ |
আইএসও ৩১৬৬ কোড | আইএসও ৩১৬৬-২:আইএন |
লিঙ্গ অনুপাত | ৯৬৫ মেয়ে /১০০০ ছেলে |
লোকসভা কেন্দ্র | কৃষ্ণনগর |
বিধানসভা কেন্দ্র | তেহট্ট পলাশীপাড়া |
জনসংখ্যা
২০১১ সালের জনগনানা অনুযায়ী মোট ২১,০৯৩ জন এই অঞ্চলে বসবাস করে। যার মধ্যে প্রায় ১০,৭৩৬ (৫১%) ছেলে ও ১০,৩৫৭(৪৯%) মেয়ে।মোট স্বাক্ষর তার হার ৭৬.০৫%। [2]
২০১০ সালে এটা পৌরসভা হিসাবে ঘোষিত হলেও এখনো গ্রাম পঞ্চায়েত দ্বারা প্রচলিত হয়।
থানা
তেহট্ট ১ ও তেহট্ট ২ সমগ্ৰ অঞ্চলের প্রশাসনিক ব্যাবস্থা দেখে তেহট্ট থানা। যা মোট ,৫১৯^২ বর্গ কিমি অঞ্চল ও মোট ৩৫১,৬৫৪ জনবসতি।এই তেহট্ট থানা প্রায় ৪০ কিমি ভারত-বাংলাদেশ এই থানার মধ্যে পড়ে।[3][4][5]
সিডি ব্লক ও অফিস
তেহট্ট১ ব্লকের প্রধান অফিস এখানে অবস্থিত [6]
প্রশাননিক
নদীয়া জেলা পরিষদের অধীনস্থ তেহট্ট একটা অর্ধ গ্রামপাঞ্চায়েট। এই পরিষদের মধ্যে বেতাই ১ ও ২ নম্বর, চাঁদেরঘাট, পাথরঘাটা ১ ও২ ,কানাইনাগার, ছিটকা, নাটনা,রঘুনাথপুর, শ্যামনগর ও তেহাট্টা গ্রামপাঞ্চায়েট আছে।[7] .[8]
শিক্ষাব্যবস্থা
বিদ্যালয়
- তেহট্ট উচ্চ বিদ্যালয় (উঃ.মা:)
- তেহট্ট শ্রীদাম চাঁদরা বালিকা বিদ্যালয়(মেয়েদের)
- জিৎপুর উচ্চ বিদ্যালয়
- নাটনা উচ্চ বিদ্যালয়
অনন্য কাছের উচ্চ বিদ্যালয় :
- ভবানীপুর উচ্চ বিদ্যালয়
- চাঁদেরঘাট উচ্চ বিদ্যালয়(উঃ মা:)
- দেবনাথপুর সরকার উচ্চ বিদ্যালয়
- নিমতলা বিদ্যা নিকেতন(উঃ মা:)
- পলাশীপাড়া মহাত্মা গান্ধী স্মৃতি বিদ্যালয়(উঃ মা:)
- তরণিপুর উচ্চ বিদ্যালয়(উঃ মা:)
- সাহেবনাগার উচ্চ বিদ্যালয়
- হাসপুকুরিয়া বিদ্যাপীঠ(উঃ মা:)
- সিদ্ধেশ্বরীতলা বিদ্যালয়- সবচেয়ে পুরনো উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের যেটি ১৯২১ সালে প্রতিস্ত
কলেজ
এই অঞ্চলের তেহট্ট সরকারি কলেজটি হলো একমাত্র সরকারি কলেজে , যেটা কল্যাণী উনিভার্সিটি র অন্তভুক্ত। তেহট্ট থেকে ১০ কিমি দূরে বেতাই এ ডঃ বি:আর আম্বেদকর কলেজ অবস্থিত। ৫ কিমি দূরে অর্ষিগঞ্জ এ একটি বি এড কলেজ আছে ।
স্বাস্থ্য ব্যাবস্থা
তেহাট্টা মহাকুমা হাসপাতালটি তেহট্ট এর মূল শহরে অবস্থিত । আর ৪০ কিমি দূরে অবস্থিত জেলার সদর হাসপাতাল কৃষ্ণনগর জেলা হাসপাতাল।
যোগাযোগ ব্যবস্থা
- সড়ক এবং রেল
এই তেহট্ট শহর টির মূল যোগাযোগ হলো সড়ক ব্যবস্থা মূলত ১১নম্বর রাজ্য সড়ক। এই গ্রামটির কাছের মহাসড়কটি হলো হলো NH৩৪ ও কাছের রেল স্টেশন হলো কৃষ্ণনগর এবং দেবরগ্রাম ।
তথ্যসূত্র
- "Nadia District, West Bengal"। Pilgrimage and tourist sites। District administration, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৬।
- "2011 Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৭।
- "District Statistical Handbook 2014 Nadia"। Table 2.1। Department of Statistics and Programme Implementation, Government of West Bengal। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭।
- "Nadia District Police"। Police Unit। West Bengal Police। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭।
- "Tehatta Police Station Details"। Nadia Police। ২৯ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৭।
- "District Census Handbook: Nadia, Series 20 Part XII A" (PDF)। Map of Nadia with CD Block HQs and Police Stations (on the fourth page)। Directorate of Census Operations, West Bengal, 2011। সংগ্রহের তারিখ ২ মে ২০১৭।
- "Details of West Bengal till Village Panchayat Tier"। Ministry of Panchayati Raj, Government of India। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৬।
- "Details of West Bengal till Village Panchayat Tier"। Ministry of Panchayati Raj, Government of India। ২০১১-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৬। THERE IS ON SUB-DIVISIONAL COURT IN THE TEHATTA SUBDIVISION
টেমপ্লেট:নদিয়া জেলা