তেহট্ট উচ্চ বিদ্যালয়
তেহট্ট উচ্চ বিদ্যালয় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাদিয়া জেলার অন্তর্গত বাংলা মাধ্যমের বিদ্যালয়। এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে দশম পর্যন্ত ছেলের এবং একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ছেলেও মেয়েদের পড়ানো হয়। তেহট্ট উচ্চবিদ্যালয় টিকে সবচেয়ে ভালো বিদ্যালয় বলে পরিচিত। এই বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ আছে যেখানে সারা বছরই কিছুনা কিছু অনুষ্ঠান হয়।
তেহট্ট উচ্চ বিদ্যালয় (উঃমাঃ) | |
---|---|
![]() | |
অবস্থান | |
তেহট্ট, নদীয়া, পশ্চিমবঙ্গ পিন কোড- ৭৪১১৬০![]() | |
তথ্য | |
ধরন | রাজ্য বিদ্যালয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৫১ |
অধ্যক্ষ | মানিক লাল ঘোষ |
শিক্ষকমণ্ডলী | ৫০ এর বেশি |
শ্রেণী | পঞ্চম থেকে দশম (ছেলে) একাদশ থেকে দ্বাদশ (ছেলে-মেয়ে) |
শিক্ষার্থী সংখ্যা | ৩০০০ এর বেশি |
ভাষার মাধ্যম | বাংলা |
রঙ | আকাশী নীল সাদা |
অন্তর্ভুক্তি | পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ |
ওয়েবসাইট | Tehattahighschool |
পোশাক
ছেলেদের নীল প্যান্টের উপর সাদা জামা। মেয়েদের নীলপাড়ের সাদা শাড়ি ও নীল ব্লউস
বাসরিক অনুষ্ঠান
প্রত্যেক বছরে এখানে বাসরিক খেলাধুলা হয় । ১৫ আগস্ট ও ২৬ জানুয়ারি দেশের স্বাধীনতা ও প্রজান্ত্র পালিত হয়। সরস্বতী পূজা ও খুব সুন্দর ভাবে পালিত হয় এই বিদ্যালয়ে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.