তুই আমার (চলচ্চিত্র)
তুই আমার হচ্ছে ২০১৭ সালের মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয় ঘরানার চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সজল আহমেদ ও প্রযোজনা করেছেন হ্যাভেন মাল্টিমিডিয়া লিমিটেড। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মিষ্টি জান্নাত। ২১ এপ্রিল ২০১৭ সালে বাংলাদেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্রটি।[1] এটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য।[2] নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায় ও বাংলাদেশের মাসুম বাবুল।[3]
তুই আমার | |
---|---|
পরিচালক | সজল আহমেদ |
প্রযোজক | হ্যাভেন মাল্টিমিডিয়া |
চিত্রনাট্যকার | প্রলয় ভট্টাচার্য্য (কলকাতা) |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | শ্রী প্রীতম |
প্রযোজনা কোম্পানি | হ্যাভেন মাল্টিমিডিয়া |
পরিবেশক | হ্যাভেন মাল্টিমেডিয়া |
মুক্তি |
|
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
মিষ্টি অনেক বড়লোকের মেয়ে, সাইমন তার বন্ধু। পারিবারিকভাবে সাইমনের মায়ের সঙ্গে মিষ্টির মায়ের সম্পর্ক। সে কারণে একসাথে চলাফেরা মিষ্টি-সাইমনের। এর মধ্যে মিষ্টি সাইমনকে ভালোবেসে ফেলে। কিন্তু সে অনেক বড়লোকের মেয়ে হওয়ায় সাইমন তার প্রেমের প্রস্তাবে রাজি হয় না। তবে মনে মনে সাইমন তাকেও ভালোবাসে। সেটা তাকে বুঝতে দেয় না।
শ্রেষ্ঠাংশে
- মিষ্টি জান্নাত
- সায়মন সাদিক
- আলীরাজ
- বিপাশা কবির
- রেহানা জলি
- চিকন আলী
- তানিন সুবহা
- সজল
- রেবেকা
- বড়দা মিঠু
সঙ্গীত
তুই আমার চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রীতম।[2]
তুই আমার | |
---|---|
শ্রী প্রীতম কর্তৃক সঙ্গীত | |
মুক্তির তারিখ | ২০১৭ |
শব্দধারণের সময় | ২০১৭ |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | হ্যাভেন মাল্টিমিডিয়া |
সবগুলি গানের সুরকার শ্রী প্রীতম।
তুই আমার সঙ্গীত | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "মিষ্টিরে তুই" | আসিফ আকবর | |
২. | "ওরে প্রিয়ারে" | অভিক ও ময়ুরী | |
৩. | "প্রিয়া রে প্রিয়া রে (স্যাড ভার্সন)" | শ্রী প্রীতম | |
৪. | "হটি নটি" | গোপিতা |
তথ্যসূত্র
- "৭০ প্রেক্ষাগৃহে মিষ্টি ও সাইমনের 'তুই আমার'"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০।
- "আসছে সাইমন-মিষ্টির 'তুই আমার'"। NTV Online। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০।
- "শিগগির আসছে মিষ্টি-সাইমনের 'তুই আমার' | বিনোদন | The Daily Ittefaq"। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-২০।
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে তুই আমার (ইংরেজি)