তাহা আল-হাশিমি
তাহা আল-হাশিমি (আরবি : طه الهاشمى) (১৮৮৮ – ১৯৬১) ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪১ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল সময়কালে তিনি স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেন। রশিদ আলি আল-কাইলানির সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজা দ্বিতীয় ফয়সালের অভিভাবক আবদুল্লাহ বিন আলি কর্তৃক তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন। নিহত হওয়ার ভয়ে আবদুল্লাহ দেশ থেকে পালিয়ে গেলে তিনি পদত্যাগ করেন। এরপর রশিদ আলি আল-কাইলানি ক্ষমতায় আসেন। তাহা আল-হাশিমির ছোটভাই ইয়াসিন আল-হাশিমি ১৯২৪ ও ১৯৩৬ সালে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন।
তাহা আল-হাশিমি | |
---|---|
![]() | |
ইউনাইটেড পপুলার ফ্রন্টের প্রেসিডেন্ট | |
উপরাষ্ট্রপতি | মুহাম্মদ রিদা আল-শাবিবি |
উত্তরসূরী | মুহাম্মদ রিদা আল-শাবিবি |
২২তম ইরাকের প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ফেব্রুয়ারি ৩, ১৯৪১ – এপ্রিল ১, ১৯৪১ | |
সার্বভৌম শাসক | দ্বিতীয় ফয়সাল |
পূর্বসূরী | রশিদ আলি আল-কাইলানি |
উত্তরসূরী | রশিদ আলি আল-কাইলানি |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৮৮৮ |
মৃত্যু | ১৯৬১ |
রাজনৈতিক দল | ইউনাইটেড পপুলার ফ্রন্ট |
সম্পর্ক | দুইবারের ইরাকি প্রধানমন্ত্রী ইয়াসিন আল-হাশিমির বড় ভাই। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.