তারে জামিন পার

তারে জামিন পার (হিন্দি: तारे जमीन पर, বাংলা অনুবাদ: পৃথিবীর নক্ষত্র) ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা এবং প্রযোজনা করেছেন আমির খানডিসলেক্সিয়ায় আক্রান্ত এক ৮-৯ বছরের ছেলেকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী রচিত হয়েছে।

তারে জামিন পার
তারে জামিন পার চলচ্চিত্রটির পোস্টার
পরিচালকআমির খান
প্রযোজকআমির খান
সহ- প্রযোজক: অজয় বিঝলি এবং সঞ্জীব কে বিঝলি
রচয়িতাআমলে গুপ্তো
শ্রেষ্ঠাংশেআমির খান
দার্শিল সাফারি
তিসকা চোপড়া
সুরকারসংকর মহাদেবান
এহ্‌সান নুরানী
লয় মেন্দোসা
চিত্রগ্রাহকসেতু
সম্পাদকদীপা ভাটিয়া
পরিবেশকআমির খান প্রোডাকসনস
মুক্তিডিসেম্বর ২১, ২০০৭
দেশ ভারত
ভাষাহিন্দি

কাহিনী

ছবিটির কাহিনী প্যাট্রিসিয়া পোলাক্কোর বই "Thank You, Mr. Falker" থেকে অনুপ্রাণিত। ৮ বছরের ছেলে ঈশান আওয়াস্তি। ডিস্‌লেক্সিক রোগের কারণে সে কোন কিছু পড়তে কিংবা বানান করতে পারেনা। অক্ষরগুলো তার চোখের সামনে নেচে বেড়ায়। মাছ, ঘুড়ি, কুকুর হয়ে ঘুরে বেড়ানো সেই শব্দগুলো বালক মনের আনন্দের খোরাক হলেও তা বড়দের কাছে বিরক্তিকর ছাড়া আর কিছুই নয়। তাই বড়ভাই উহান যখন ক্লাসের সব বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে মায়ের কাছে ছুটে আসে তখন ঈষানের রেজাল্টকার্ড তার পোষা কুকুরদের মুখে মুখে ঘুরে বেড়ায়। তার উপর সবাই বিরক্ত। শিক্ষক থেকে শুরু করে বন্ধু-বান্ধব বাবা সবাই তার উপর বিরক্ত। এভাবে আর কতো? এভাবে করলে সে তো আর বড় হয়ে আর চাকরি বাকরি পাবেনা। স্কুলে থেকে অভিযোগের পর অভিযোগের করণে তার বাবা তাকে বোর্ডিং স্কুলে পাঠাতে বাধ্য হয়। সেখানেই তার সাথে পরিচয় হয় চারু ও কারু কলার শিক্ষক রাম শংকর (আমির খান) এর সাথে। এরপর থেকেই মূল কাহিনী শুরু হয়।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.