চেং হো

চেং হো[টীকা 1] ছিলেন একজন চীনা হুই মুসলিম, যিনি ছিলেন একাধারে রাজ নপুংসক, নাবিক, পরিব্রাজক, কূটনীতিবিদ ও নৌসেনাপতি। তিনি ১৪০৫ হতে ১৪৩৩ এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, সোমালিয়া ও সোয়াহিলি উপকূলে ভ্রমণ করেন, যা একত্রে "চেং হো-র ভ্রমণ" নামে পরিচিত। ইয়োংল সম্রাটের প্রিয়পাত্র হওয়ার সুবাদে, যার সিংহাসন আরোহনে তিনি সহায়তা করেন, চেং হো সাম্রাজ্যে উচ্চাসন লাভ করেন এবং সাম্রাজ্যের দক্ষিণ রাজধানী নানচিঙের শাসক হিসেবে নিযুক্ত হন। তার ভ্রমণগুলো বহুদিন আনুষ্ঠানিক চৈনিক ইতিহাসে অবহেলিত ছিল কিন্তু ১৯০৪ সালে[1] লিয়াং ছিহাও এর "আমাদের দেশের মহান নাবিক চেং হো-র জীবনী"[2] গ্রন্থটি প্রকাশিত হওয়ার পর চীন ও বর্হিবিশ্বে তিনি পরিচিতি পান। এর কিছুদিন পরই শ্রীলংকায় তার রেখে যাওয়া একটি ত্রিভাষিক স্তম্ভ পাওয়া যায়।

চেং হো
Statue from a modern monument to Zheng He at the Stadthuys Museum in Malacca Town, Malaysia
জন্ম১৩৭১
ইয়ুনান, চীন
মৃত্যুটেমপ্লেট:D-da
সমুদ্র
জাতীয়তামিং রাজবংশ সময়ের চীনা
অন্যান্য নামমা সানবো
হাজী মাহমুদ শামসুদ্দীন
পেশাপরিব্রাজক
উপাধিAdmiral of the Ocean Sea

চিত্রপ্রদর্শনী

টীকা

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

  1. Hui Chun Hing. "Huangming Zuxun and Zheng He’s Voyages to the Western Oceans". Journal of Chinese Studies, No. 51 (July, 2010). Accessed 17 Oct 2012.
  2. Liang Qihao. "Zuguo Da Hanghaijia Zheng He Zhuan". 1904. টেমপ্লেট:Zh-icon

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.