জেগর্জ ক্রিখোভিয়াক

জেগর্জ ক্রিখোভিয়াক (পোলীয় উচ্চারণ: [ˈɡʐɛɡɔʂ krɨˈxɔvʲak]; জন্ম: ২৯ জানুয়ারি ১৯৯০) একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মাঝে মাঝে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।

জেগর্জ ক্রিখোভিয়াক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেগর্জ ক্রিখোভিয়াক [1]
জন্ম (1990-01-29) ২৯ জানুয়ারি ১৯৯০
জন্ম স্থান গ্রাইফিসে, পোল্যান্ড
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
অর্জেল এমজার্জিনয়ো
জাকি ৯৪ কলোয়বজার্গ
২০০৪ স্টাল শ্চেচিন
২০০৫–২০০৬ আরকা দিনিয়া
২০০৬–২০০৮ বোরদুঁ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৮–২০১২ বোরদুঁ (০)
২০০৯–২০১১রঁস (ধার) ৫৪ (৪)
২০১১–২০১২নঁত (ধার) ২১ (০)
২০১২–২০১৪ রঁস ৭০ (৮)
২০১৪–২০১৬ সেভিয়া 58 (২)
২০১৬– প্যারিস সেন্ট জার্মেই ১১ (০)
২০১৭–২০১৮ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন (ধার) ২৭ (০)
জাতীয় দল
২০১০ পোল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০০৮–২০১২ পোল্যান্ড অনূর্ধ্ব-২১ (৩)
২০০৮– পোল্যান্ড ৪৯ (২)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৩ মে ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৩ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্রিখোভিয়াক ২০০৮ সালে পোল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক পর থেকে এপর্যন্ত ৪০-এর অধিক ম্যাচ খেলেছেন। তিনি ২০১৬ উয়েফা ইউরোয় পোল্যান্ড দলের একজন সদস্য ছিলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[2]

সম্মাননা

ক্লাব

সেভিয়া

ব্যক্তিগত

তথ্যসূত্র

  1. "Updated squads for 2017/18 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮
  2. "Poland World Cup 2018 squad and team guide"। telegraph.co.uk। ৪ জুন ২০১৮।
  3. "The 2014/15 Liga BBVA Ideal XI"। LFP। ১৫ জুন ২০১৫। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৫
  4. "UEFA Europa League Squad of the Season"। UEFA। ২০ মে ২০১৬।

বহিঃসংযোগ

টেমপ্লেট:West Bromwich Albion F.C. squad

টেমপ্লেট:2014–15 La Liga Team of the Year


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.