জুলফিকার মাহমুদ মিন্টু

জুলফিকার মাহমুদ মিন্টু একজন বাংলাদেশী ফুটবল প্রশিক্ষক এবং জাতীয় দলের সাবেক খেলোয়াড়।[1]

জুলফিকার মাহমুদ মিন্টু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জুলফিকার মাহমুদ মিন্টু
জন্ম (1977-12-09) ৯ ডিসেম্বর ১৯৭৭
জন্ম স্থান নোয়াখালী, বাংলাদেশ
মাঠে অবস্থান আক্রমণভাগ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব চট্টগ্রাম আবাহনী (প্রধান প্রশিক্ষক)
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৯০–১৯৯৩ সাধারন বিমা
১৯৯৩–১৯৯৬ ঢাকা আবাহনী
১৯৯৭ ব্রাদার্স ইউনিয়ন
১৯৯৮–১৯৯৯ ঢাকা আবাহনী
২০০০–২০০১ মুক্তিযোদ্ধা সংসদ
২০০১–২০০৬ বাড্ডা জাগরণী সংসদ
জাতীয় দল
১৯৯২ বাংলাদেশ অ-১৬
১৯৯৪ বাংলাদেশ অ-১৯
১৯৯৮–২০০৩ বাংলাদেশ
দলসমূহ পরিচালিত
২০১২–১৩ ঢাকা আবাহনী (সহকারী প্রশিক্ষক)
২০১৩–১৪ শেখ রাসেল ক্রীড়া চক্র (সহকারী প্রশিক্ষক)
২০১৪ বাংলাদেশ অ-১৯ (সহকারী প্রশিক্ষক)
২০১৪–১৫ শেখ জামাল ধানমন্ডি ক্লাব (সহকারী প্রশিক্ষক)
২০১৫–১৬ বাংলাদেশ (সহকারী প্রশিক্ষক)
২০১৫–১৬ শেখ রাসেল ক্রীড়া চক্র (সহকারী প্রশিক্ষক)
২০১৬– চট্টগ্রাম আবাহনী
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

আন্তর্জাতিক কর্মজীবন

তিনি ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। ১৯৯৯ দক্ষিণ এশীয় গেমস স্বর্ণপদক বিজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন।

তথ্যসূত্র

  1. "Bangladesh - Z. Mintoo - Profile with news, career statistics and history"Soccerway। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.