মুক্তিযোদ্ধা সংসদ
মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অরাজনৈতিক সংগঠন, যেটি ১৯৭২ সালে সালের ১৩ ফেব্রুয়ারি গঠিত হয়। সংগঠনটির মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নামে একটি ফুটবল ক্লাব আছে।[2][3]
![]() লোগো | |
সংক্ষেপে | জামুকা |
---|---|
নামকরণ | মুক্তিযুদ্ধ |
গঠিত | ১৩ ফেব্রুয়ারি ১৯৭২[1] |
ধরণ | মুক্তিযোদ্ধাদের জন্য অরাজনৈতিক কল্যাণ সংস্থা |
সদরদপ্তর | রূপনগর রোড |
দাপ্তরিক ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www.molwa.gov.bd |
ইতিহাস
ভারত বিভাগের পর পূর্ববাংলা (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানের একটি প্রদেশ হয়ে ওঠে যা পরে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। পাকিস্তানি ঔপনিবেশিক শক্তির অব্যহত শোষণের দরুন বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় ছিনিয়ে আনে।[4][5] মুক্তিযুদ্ধের স্মৃতি চিরজাগরুক রাখার জন্য ১৯৭২ সালের ১৩ ফেব্রুয়ারি গঠিত হয় মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিবাহিনী সদস্যদের কল্যাণের জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করে। এটি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা রাখার দাবি জানায় এবং সেটি সরকারকর্তৃক গৃহীত হয়।
তথ্যসূত্র
- Sarkar, Swapan Kumar (২০১২)। "Muktijoddha Sangsad"। Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- "Muktis avoid relegation"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১৩। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬।
- "Farashganj into last eight"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬।
- "War of Liberation, The - Banglapedia"। en.banglapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-২৬।
- Bangladesh and Global Studies (Textbook) (2017 সংস্করণ)। Bangladesh Government। ২০১০। পৃষ্ঠা 25।