জালালউদ্দিন

জালালউদ্দিন (উর্দু: جلال الدین; জন্ম: ১২ জুন, ১৯৫৯) করাচীতে জন্মগ্রহণকারী সাবেক ও প্রথিতযশা পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ সালের মধ্যে পাকিস্তানী দলে খেলেছেন। খেলায় তিনি মূলতঃ ডানহাতি পেস বোলার হিসেবে অংশগ্রহণ করেছেন। এ সময়ে তিনি ৬টি টেস্ট এবং ৮টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন। বর্তমানে তিনি কোচের দায়িত্ব পালন করছেন। একমাত্র পাকিস্তানী টেস্ট ক্রিকেটার হিসেবে ইসিবিপিসিবি’র লেভেল-৩ পর্যায়ে কোচের মর্যাদা পান।[1]

জালালউদ্দিন
ব্যক্তিগত তথ্য
জন্ম১২ জুন, ১৯৫৯
করাচী, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯৪)
১৪ অক্টোবর ১৯৮২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৬ অক্টোবর ১৯৮৫ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৯)
১২ মার্চ ১৯৮২ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২ অক্টোবর ১৯৮৩ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা
ব্যাটিং গড় ৩.০০ ২.৫০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান
বল করেছে ৩০৬
উইকেট ১১ ১৪
বোলিং গড় ৪৮.৮১ ১৫.০৭
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/৭৭ ৪/৩২
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ১/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ নভেম্বর ২০১৩

খেলোয়াড়ী জীবন

৫ জানুয়ারি, ১৯৭১ইং তারিখে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ১ম ওডিআই থেকে শুরু করে জুন, ২০১৯ সাল পর্যন্ত ৪১৭৮টি ওডিআই খেলায় মাত্র ৪৮বার হ্যাট্রিকের মধ্যে প্রথম ওডিআই হ্যাট্রিকটি করেছেন তিনি। পাকিস্তানের হায়দরাবাদে অবস্থিত নিয়াজ স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর, ১৯৮২ তারিখে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ বিরল কৃতিত্বের ঘটনাটি ঘটান।[2]

অবসর

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর কোচের দায়িত্ব পালন করছেন। ২৪ জানুয়ারি, ২০১৮ তারিখে পিসিবি কর্তৃপক্ষ তাকে পাকিস্তান মহিলা দলের নির্বাচকমণ্ডলী প্রধান হিসেবে মনোনীত করা হয়।

তথ্যসূত্র

  1. http://www.life-memo.com/read/jalaluddin------/Pakistan/179
  2. "1st ODI: Pakistan v Australia at Hyderabad (Sind), Sep 20, 1982"Cricinfo। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.