জান্নাতুল ফেরদৌস ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী হচ্ছেন বাংলাদেশের একজন মডেল, অভিনেত্রী এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ ২০১৮-এর মুকুটধারী।[1] তিনি ৮ ই ডিসেম্বর ২০১৮ সালে চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান।

জান্নাতুল ফেরদৌস ঐশী
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
ঐশী
জন্মঐশী
(2000-08-27) ২৭ আগস্ট ২০০০
পিরোজপুর, বরিশাল, বাংলাদেশ
নিজ শহরপিরোজপুর
শিক্ষাউচ্চ মাধ্যমিক (মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ)
শিক্ষা প্রতিষ্ঠানমাটিভাঙ্গা ডিগ্রি কলেজ
পেশামডেল
কার্যকাল২০১৮ - বর্তমান
সংস্থাঅন্তর শোবিজ- ওমিকন এন্টারটেনমেন্ট
উচ্চতা১.৬৭ মি. (৫ ফুট ৬ ইঞ্চি)
চুলের রংকালো
চোখের রংকালো
শিরোপা(সমূহ)মিস বাংলাদেশ ২০১৮
প্রধান প্রতিযোগিতা(সমূহ)মিস বাংলাদেশ ২০১৮
(বিজয়ী)

প্রাথমিক জীবন

ঐশী ২৭ আগস্ট ২০০০ সালে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ থেকে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বাবা জনাব আঃ হাই একজন সমাজকর্মী, মা জনাব আফরোজা হোসনে আরা একজন শিক্ষিকা এবং তার বড় বোন শশী একজন ছাত্রী।[2]

সুন্দরী প্রতিযোগিতা

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরে ঢাকায় আয়োজিত “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮” এর চূড়ান্ত পর্বে বিজয়ী হিসেবে জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম ঘোষণা করা হয়।[3] এই প্রতিযোগিতায় দেশজুড়ে প্রায় ৩০,০০০ প্রতিযোগী অংশ নিয়েছিল। এই শিরোনাম অর্জনের পর ঐশী মিস ওয়ার্ল্ড ২০১৮-এ অংশ নেন।

চীনের সানায় মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম সংস্করণে, ষষ্ঠ গ্রুপে ঐশীকে বিজয়ী ঘোষণা করা হয়, ঐশী এই গ্রুপে হেড-টু-হেড চ্যালেঞ্জে মানুষের ভোটে ছয় প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন। তার দলের অন্য প্রতিযোগীরা ছিলেন চীন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডেনমার্ক, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের। চূড়ান্ত পর্বের হেড-টু-হেড চ্যালেঞ্জে তাঁকে তিন বিচারকের (স্টেফানি ডেল ভেল, মানুশি ছিল্লার, মেগান ইয়াং) সবাই বেঁচে নেন, এতে তিনি মিস নাইজেরিয়াকে হারান, এর ফলে ঐশী ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান।

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী টীকা
২০২০ মিশন এক্সট্রিম অজানা সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ আরিফিন শুভ প্রথম চলচ্চিত্র
২০২০ আদম অজানা আবু তাওহিদ হারুন যশ রোহান

তথ্যসূত্র

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
জেসিয়া ইসলাম
মিস বাংলাদেশ
২০১৮
উত্তরসূরী
রাফাহ নানজীবা তোরসা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.