জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (বাংলাদেশ)
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ১৯৬৫ সালের ২৬ এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ঢাকায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় আসে।
![]() | |
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রবেশপথ | |
![]() ![]() বাংলাদেশে অবস্থান | |
স্থাপিত | ২৬ এপ্রিল ১৯৬৫ |
---|---|
অবস্থান | শেরেবাংলা নগর, আগারগাঁও। ঢাকা-১২০৭ |
স্থানাঙ্ক | ২৩.৭৭৮৮° উত্তর ৯০.৩৭১৬° পূর্ব |
ধরন | বিজ্ঞান জাদুঘর |
পরিদর্শক | মাসে ৪,০০০ |
পরিচালক | স্বপন কুমার রয় |
তত্ত্বাবধায়ক | বদিউর রহমান, কাজী হাসিবুদ্দীন আহমেদ, সুকল্যাণ বক্কর |
মালিক | বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় |
ওয়েবসাইট | nmst |
ইতিহাস
২৬ এপ্রিল, ১৯৬৫ সালে পাকিস্তান সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আত্নপ্রকাশ করে।[1] প্রতিষ্ঠার বছরের সেপ্টেম্বর মাস থেকে এটি ঢাকা গণ গ্রন্থাগার ভবনে কাজ শুরু করে। ১৯৭০ সালের এপ্রিল মাসে এটিকে ঢাকার চামেলিবাগে স্থানান্তর করা হয় ও পরের বছরের মে মাসে এটিকে ধানমন্ডির ১নং সড়কে স্থানান্তর করা হয়। ১৯৭২ সালে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা প্রদান করা হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে। ১৯৭৯ সালে এটিকে ধানমন্ডির ৬নং সড়কে নেয়া হয় ও পরের বছর আবার এটিকে কাকরাইল মসজিদের সামনের একটি স্থানে স্থানান্তর করা হয়। জাদুঘরের একটি নিজস্ব ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ঢাকার আগারগাঁও, শেরে বাংলা নগরে ৫ একরের একখন্ড জমি বরাদ্দ করে এবং সেখানে ১৯৮১ সালে এর নিজস্ব ভবন তৈরির কাজ সম্পূর্ণ করে।
গ্যালারী
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৭টি গ্যালারী রয়েছে। এগুলি হলো:[1]
- ভৌত বিজ্ঞান গ্যালারী
- শিল্প প্রযুক্তি গ্যালারী
- জীব বিজ্ঞান গ্যালারী
- তথ্য প্রযুক্তি গ্যালারী
- মজার বিজ্ঞান গ্যালারী ১
- মজার বিজ্ঞান গ্যালারী ২
- মহাকাশ বিজ্ঞান গ্যালারী
কার্যক্রম
গ্যালারী প্রদর্শন
শনিবার থেকে বুধবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০টা গ্যালারী প্রদর্শন করা যায়।
শিক্ষা কার্যক্রম
নিয়মিতভাবে বিজ্ঞান ও প্রযুক্তির উপর বিভিন্ন সময়ে বক্তৃতার আয়োজন করা হয়।
প্রকাশনা
- নবীন বিজ্ঞানী
- উদ্ভাবন
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
১৯৭৮ সাল থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপিত হয়ে আসছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আঞ্চলিক পর্যায় ও কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়।[2]
তথ্যসূত্র
- "আমাদের কথা"। nmst.gov.bd। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।
- "জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন সংক্রান্ত নিয়মাবলী"। nmst.gov.bd। ১৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৭।