জয়নাল আবেদিন (রাজনীতিবিদ)
অধ্যাপক জয়নাল আবেদিন একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতিবিদ এবং সাবেক সদস্য সংসদ। তিনি ফেনী-২ আসন থেকে নির্বাচিত হন। তিনি ভিপি জয়নাল হিসাবে বেশি পরিচিত। [1][2]
অধ্যাপক জয়নাল আবেদিন | |
---|---|
ফেনী-২ আসন থেকে জাতীয় সংসদ-এর প্রাক্তন সদস্য | |
কাজের মেয়াদ ২০১৪ – ১৯৯৮ | |
পূর্বসূরী | জয়নাল হাজারী (আওয়ামী লীগ) |
উত্তরসূরী | নিজাম উদ্দিন হাজারী (আওয়ামী লীগ) |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ভিপি জয়নাল ১২ জানুয়ারি ১৯৫৬ ফেনী জেলা ![]() |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
সন্তান | জাবেদ ইকবাল |
কর্মজীবন
ভিপি জয়নাল ১৯৯৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। [3][4][5]
হয়রানী
ভিপি জয়নাল ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বচনে প্রার্থী ছিলেন। ভোট গ্রহণের দিন বাংলাদের দুটি জাতীয় পত্রিকায় নামীদামী কোম্পানির মোবাইল ফোন সেটের ওপর 'ডিসকাউন্ট' অফার দিয়ে বিজ্ঞাপন ছাপানো হয়। যাতে ভিপি জয়নাল আবেদিনের ব্যাক্তিগত নাম্বার ব্যবহার করা হয়। ‘পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হয় তাতে বলা হয়, ১৭,৯৯৯ টাকার শাওমি রেডমি নোট-৬ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হবে ৭,০০০ টাকায়।যে আইফোন-৮ এর দাম ৯২,০০০ টাকা সেটি বিক্রি হবে মাত্র ৩২,০০০ টাকায়’ এতে অনেক গ্রাহক ভিপি জয়নালকে ফোন দিতে থাকেন। আর তার নাম্বারগুলো ব্যস্ত হয়ে পড়ে এবং তিনি নির্বাচনে কর্মরত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। গণমাধ্যম বলেছে নির্বাচনের সময় প্রার্থীকে এভাবে ফোন করে হয়রানীর নজির আগে কখনো দেখা যায়নি। জয়নালের দুটি মোবাইল নাম্বার ছাড়াও আরও একটি ফোন নাম্বার দেয়া হয়েছে যেটি এক সময় ব্যবহার করতেন ফেনী-৩ আসনের সাবেক সাংসদমুহাম্মদ মোশাররফ হোসেন। [6][7]
তথ্যসূত্র
- "Police implicate BNP men in attacks on Khaleda"। Prothom Alo। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- "Dozens of BNP aspirants submit nomination papers in Feni"। Dhaka Tribune। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৮।
- "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার।
- "ভোটের দিনে যেভাবে হেনস্থা হলেন ভিপি জয়নাল"। বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-০৩। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৫।
- "পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিএনপির প্রার্থীকে হেনস্তা!"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৫।