জয়নাল হাজারী

জয়নাল হাজারী বাংলাদেশী সাবেক সংসদ সদস্য এবং আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।[2] তিনি ফেনীর গডফাদার নামেও পরিচিত।[1]

জয়নাল হাজারী
জন্ম
ফেনী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামফেনীর গডফাদার[1]
নাগরিকত্ব পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
পেশারাজনীতিবিদ, সাংবাদিক
কার্যকাল১৯৮৬বর্তমান
আদি নিবাসফেনী
স্থিতিকাল১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬
রাজনৈতিক দলআওয়ামী লীগ

রাজনৈতিক জীবন

জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় বিশ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।[1] বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি।[3] তার অসুস্থতার জন্যে চিকিৎসা ব্যয় হিসেবে ৬ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে হাজারীকে ৪০ লাখ টাকার অনুদান প্রদান করে।[4] তিনি বর্তমানে আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য

বিতর্ক

হাজারী ১৯৯৬ সালে নির্বাচিত হবার পর, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফেনীতে সন্ত্রাসের শিকার হয়ে প্রায় ১২০ জন রাজনৈতিক নেতা-কর্মীর মৃত্যু হয়। এই পেক্ষাপটের পেছেনে হাজারীকে সন্দেহ করা হয় এবং ২০০১ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৬ আগস্ট রাতে হাজারীর বাসভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। এরপরই তিনি আত্মগোপনে চলে যান। এপ্রিল, ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত ঘোষণা করা হয় হাজারীকে। চার বছর পর ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর তিনি ভারত থেকে দেশে ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন।[5]

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের পর নানান কারণে আলোচনায় উঠে এসেছেন হাজারী।

গ্রন্থতালিকা

  • জয়নাল হাজারী বলছি (২০১০)[6][7]

হাজারিকা প্রতিদিন

জয়নাল হাজারী হাজারিকা প্রতিদিন নামে একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা সম্পাদনা করে থাকেন, যা ফেনী থেকে প্রকাশিত হয়। তিনি এই পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক।

তথ্যসূত্র

  1. মোহাম্মদ জামিল খান (২৪ মে ২০১৪)। "Joynal Hazari, a name that still evokes fear"dhakatribune.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫The name of former Awami League lawmaker Joynal Hazari, known as the godfather of Feni, still seems to strike terror in the hearts of common people in Feni.
  2. "জয়নাল হাজারী ফেনীর তিনটি আসনেই প্রার্থী!"দৈনিক প্রথম আলো। ৩ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  3. "জয়নাল হাজারী তিন আসনে প্রার্থী"দৈনিক প্রথম আলো। ২ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  4. "প্রধানমন্ত্রী ৪০ লাখ টাকার অনুদান দিলেন জয়নাল হাজারীকে | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৭
  5. আবু তাহের (৫ ডিসেম্বর ২০১৩)। "ফেনীতে দুই হাজারীর লড়াই"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
  6. "হাজারীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যা হলো"দৈনিক প্রথম আলো। সেপ্টেম্বর ২, ২০১০। সংগ্রহের তারিখ মার্চ ১৪, ২০১৫
  7. "স্বাধীনতা পদক নিতে পারলে হাজারীর বইয়ের মোড়ক উন্মোচন নয় কেন"দৈনিক কালের কণ্ঠ। ফেব্রুয়ারি ৯, ২০১০। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.