জঁ জ্যনে
জঁ জ্যনে (ফরাসি: Jean Genet, আ-ধ্ব-ব: [ʒɑ̃ ʒəˈnɛ]) (১৯শে ডিসেম্বর, ১৯১০ – ১৫ই এপ্রিল, ১৯৮৬) ছিলেন এক বিশিষ্ট ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক অধিকার আন্দোলন কর্মী। প্রথম জীবনে তিনি ছিলেন এক যাযাবর ও ছিঁচকে অপরাধী। পরবর্তী জীবনে তিনি লেখালেখি শুরু করেন। তার প্রসিদ্ধ রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস কুইরিল অফ ব্রেস্ট, দ্য থিফস জার্নাল ও আওয়ার লেডি অফ দ্য ফ্লাওয়ার্স; নাটক দ্য ব্যালকনি, দ্য ব্ল্যাকস, দ্য মেইডস, ও দ্য স্ক্রিনস। জ্যনে একজন সমকামী ছিলেন।
জঁ জ্যনে | |
---|---|
![]() ১৯৮৩ সালে জঁ জ্যনে | |
জন্ম | প্যারিস, ফ্রান্স | ১৯ ডিসেম্বর ১৯১০
মৃত্যু | এপ্রিল ১৫, ১৯৮৬ ৭৫) প্যারিস, ফ্রান্স | (বয়স
পেশা | ঔপন্যাসিক, নাট্যকার, রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী |
রচনাবলি
চিঠিপত্র
- Lettres à Roger Blin (১৯৬৬)
- Lettres à Olga et Marc Barbezat (১৯৮৮)
- Lettres au petit Franz (২০০০)
নাটক
ইংরেজি অনুবাদের শিরোনাম | মূল ফরাসি গ্রন্থনাম | রচনাকাল | প্রকাশকাল | প্রথম অভিনয় |
---|---|---|---|---|
ডেথওয়াচ | Haute surveillance | ১৯৪৪ | ১৯৪৯ | ১৯৪৯ |
দ্য মেইডস | Les Bonnes | ১৯৪৬ | ১৯৪৭ | ১৯৪৭ |
স্প্লেনডিড'স | ১৯৪৮ | ১৯৯৩ | ||
দ্য ব্যালকনি | Le Balcon | ১৯৫৫ | ১৯৫৬ | ১৯৫৭ |
দ্য ব্ল্যাকস | Les Nègres | ১৯৫৫ | ১৯৫৮ | ১৯৫৯ |
হার | Elle | ১৯৫৫ | ১৯৮৯ | |
দ্য স্ক্রিনস | Les Paravents | ১৯৫৬-৬১ | ১৯৬১ | ১৯৬৪ |
উপন্যাস
ইংরেজি অনুবাদের শিরোনাম | মূল ফরাসি গ্রন্থনাম | রচনাকাল | প্রকাশকাল |
---|---|---|---|
আওয়ার লেডি অফ ফ্লাওয়ার্স | Notre Dame des Fleurs | ১৯৪২ | ১৯৪৩ |
দ্য মিরাকল অফ দ্য রোজ | Miracle de la Rose | ১৯৪৬ | ১৯৫১ |
ফিউনেরাল রাইটস | Pompes Funèbres | ১৯৪৭ | ১৯৫৩ |
কুইরিল অফ ব্রেস্ট | Querelle de Brest | ১৯৪৭ | ১৯৫৩ |
চোরের কড়চা † | Journal du voleur | ১৯৪৯ | ১৯৪৯ |
প্রিজনার অফ লাভ | Un Captif Amoureux | ১৯৮৬ | ১৯৮৬ |
†Journal du voleur গ্রন্থের বঙ্গানুবাদ একটি চোরের কড়চা নামে ২০০৬ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়; অনুবাদক ছিলেন শিলাদিত্য রায়।
কবিতা
- দ্য ম্যান সেনটেন্সড টু ডেথ (Le Condamné à Mort) (১৯৪২ সালে লিখিত, ১৯৪৫ সালে প্রথম প্রকাশিত)
- ফিউনেরাল মার্চ (Marche Funebre) (১৯৪৫)
- দ্য গ্যালি (La Galere) (১৯৪৬)
- আ সং অফ লাভ (Un Chant d'Amour) (১৯৪৬)
- দ্য ফিশারম্যান অফ দ্য সুকুয়েত (Le Pecheur du Suquet) (1948)
- দ্য প্যারাডাইস (La Parade) (১৯৪৮)
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: জ্যঁ জ্যেঁনে |
- Genet, Jean (1910–1986) From glbtq: Encyclopedia of Gay, Lesbian, Bisexual, Transgender, & Queer Culture
- The Ontological Priority of Violence: On Several Really Smart Things About Violence in Jean Genet's Work By William Haver
- গ্রন্থাগারে জঁ জ্যনে সম্পর্কিত বা কর্তৃক কাজ (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) (ইংরেজি)
- www.jeangenet.pbworks.com by Patrice Bougon : academic research, bibliography, papers,news, symposium
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.