ছুচিয়াং নদী (চীন)

ছুচিয়াং নদী[টীকা 1][টীকা 2] (চীনা ভাষাতে 珠江) ছাং চিয়াং নদীহুয়াংহো নদী র পরে চীন দেশের তৃতীয় দীর্ঘতম নদী, এবং জল বহনের ক্ষমতায় দেশের মধ্যে দ্বারা দ্বিতীয় বৃহত্তম, ছাং চিয়াং নদীর পরে। নদীটির মোট দৈর্ঘ্য ২৪০০ কিলোমিটার (১৫০০মাইল)। পূর্বে ক্যান্টন নদী নামে পরিচিত, এই নদী দক্ষিণ চীনের একটি বিস্তৃত নদী ব্যবস্থা। "ছুচিয়াং নদী" সঙ্গে শি নদী ("পশ্চিম"), বেই নদী ("উত্তর") এবং গুয়াংডংয়ের দোং নদী ("পূর্ব") মিলিত হয়। এই নদীগুলি ছুচিয়াং নদীর উপনদী হিসাবে গণ্য হয় কারণ তাদের একটি সাধারণ বদ্বীপ হল পার্ল নদী বদ্বীপ। ৪০৯,৪৮০ বর্গ কিলোমিটার (১৫৮,১০০ বর্গ মাইল) ছুচিয়াং নদী অববাহিকা (珠江 流域) লিয়ানগুয়াং (গুয়াংডং এবং গুয়াংসি প্রদেশগুলির অধিকাংশ) এলাকার জল নিষ্কাশন করে। নদীটি চীন এর ইউনান প্রদেশ থেকে উৎপন্ন হয়ে কুইচৌ, হুনান, চিয়াংশি, কুয়াংতুং, কুয়াংশি, হংকং, ও ম্যাকাও এর মধ্যদিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে। নদীটির তীরে চীনের তৃতীয় বৃহত্তম শহর গুয়াংজু অবস্থিত।

ছুচিয়াং নদী (珠江)
Zhū Jiāng
গুয়াংজু শহরের পাশে পার্ল নদী
গুয়াংজু শহরের পাশে পার্ল নদী
ডাকনাম: Pl
দেশসমূহ চীন, ভিয়েতনাম
রাজ্যসমূহ ইয়ুনান, গুইজু, গুয়ানজি, গুয়াংডন, হংকং, ম্যাকাও, কাউ বাঁন প্রদেশ, লাং সন প্রদেশ
উৎস বিভিন্ন স্থান হতে উৎপত্তি
মোহনা পশ্চিম চীন সাগর
দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার (১,৪৯১ মাইল) [1]
অববাহিকা ৪,৫৩,৭০০ বর্গকিলোমিটার (১,৭৫,১৭৫ বর্গমাইল) [2]
প্রবাহ
 - গড় ৯,৫০০ /s (৩,৩৫,৪৮৯ ft³/s) [3]
চীন ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার চিত্র
চীন ও ভিয়েতনামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার চিত্র
Pearl River
চীনা 珠江
Yue River / Guangdong River
ঐতিহ্যবাহী চীনা 粵江
সরলীকৃত চীনা 粤江

টীকা

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
  2. ইংরেজি ভাষাতে এটি Pearl River বা "মুক্তা নদী" হিসেবে পরিচিত।

তথ্যসূত্র

  1. Encyclopaedia Britannica: Yangtze River
  2. "珠江概况"। 珠江水利网।
  3. "Chapter 5: Plate D-6 — GES DISC: Goddard Earth Sciences, Data & Information Services Center"। Disc.sci.gsfc.nasa.gov। ২০১৩-০২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.