ছাতিয়ান ইউনিয়ন

ছাতিয়ান ইউনিয়ন বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন।[1][2]

ছাতিয়ান
ইউনিয়ন
ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ
ছাতিয়ান
বাংলাদেশে ছাতিয়ান ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩.৯৩৩৩° উত্তর ৮৯.০০০০° পূর্ব / 23.9333; 89.0000
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলামিরপুর উপজেলা
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

অবস্থান ও সীমানা

৩২ বর্গ কিঃমিঃ।

ইতিহাস

প্রশাসনিক এলাকা

গ্রাম সমূহ:-

  • মজলিশপুর
  • মহিষাখোলা
  • শ্রীনাথপুর
  • বালিয়াশি
  • শাচিথলিয়া
  • পাহাড়পুর
  • গোপালপুর
  • ধলসা

আয়তন ও জনসংখ্যা

আয়তন ২৩৩০ একর। জনসংখ্যা ১৬২৮৭ জন। ভোটার সংখ্যা-২০১৩৩ জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠাণ

শিক্ষার হার : ৩৬%

শিক্ষা প্রতিষ্ঠাণ

  • কলেজ- ১টি।
  • মাধ্যমিক বিদ্যালয় ৩টি।
  • সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪টি।
  • মাদ্রাসা ২টি।

দর্শনীয় স্থান

কৃতী ব্যক্তিত্ব

জনপ্রতিনিধি

বর্তমান চেয়ারম্যান- মোঃ জসিম উদ্দিন বিশ্বাস

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং নাম মেয়াদ
০১ বিল্লাল হোসেন বিশ্বাস ২৫ জানুয়ারি ১৯৭১-২৮ জুন ১৯৭১
০২ আহাম্মদ হোসেন বিশ্বাস ২৮ জুন ১৯৭১-৩০ অক্টোবর ১৯৭২
০৩ মাহাবুল হক ১৯৭৩-১৯৭৪
০৪ আতাউল হক বকুল ১৯৭৪-১৯৭৭
০৫ আহাম্মদ হোসেন বিঃ ১৯৭৭-১৯৮৪
০৬ আতাউল হক বকুল ১৯৮৪-১৯৮৮
০৭ আমির আলী বাগজা ১৯৮৮-১৯৯০
০৮ আমিরুল ইসলাম ১৯৯০-১৯৯২
০৯ আনছার আলী ১৯৯২-১৯৯৮
১০ আমিরুল ইসলাম ১৯৯৮-১৯৯৮
১১ জামাল উদ্দিন ১৯৯৮-২০০৩
১২ আনছার আলী ২০০৩-২০১১
১৩ মোঃ জসীম উদিাদন বি: ২০১১-২০১৬
১৪ মোঃ জসিম উদ্দিন বিশ্বাস ২০১৬- বর্তমান

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "ছাতিয়ান ইউনিয়ন"chhatianup.kushtia.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯
  2. "মিরপুর উপজেলা (কুষ্টিয়া) - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.