চলো পাল্টাই
চলো পাল্টাই (ইংরেজি: Let's Change) হল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ৷ এই চলচ্চিত্রে বর্তমান সমাজব্যবস্থা , শিক্ষাব্যবস্থা ও সমস্যাসমূহ খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ৷ এই চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী ৷ এতে প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় , আরিয়ান ভৌমিক, তাথৈ দেব অভিনয় করেছেন ৷ এটি একটি সামাজিক সমস্যামূলক চলচ্চিত্র ৷ এটি একটি তামিল চলচ্চিত্রের পূনঃনির্মাণ ৷ [1]
চলো পাল্টাই | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | হরনাথ চক্রবর্তী |
প্রযোজক | মহেন্দ্র সোনি শ্রীকান্ত মোহতা |
চিত্রনাট্যকার | এন.কে.সলিল |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরিয়ান ভৌমিক তাথৈ দেব |
সুরকার | অনুপম রায় |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | রবিরঞ্জন মৈত্র |
প্রযোজনা কোম্পানি | |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
অভিনয়ে
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - শুভময়
- আরিয়ান ভৌমিক - গৌরব
- তাথৈ দেব - মুন্নি
- রজতাভ দত্ত - ইমরান
- মৌলি গাঙ্গুলী - মালিনী
- সম্বারন ব্যনার্জি - ক্রিকেট কোচ
সংগীত
এই চলচ্চিত্রের সব গান অনুপম রায় রচনা করেছেন ৷ গানগুলো খুব সুন্দর ৷
পুরস্কার
আরো দেখুন
তথ্যসুত্র
- "Chalo Paltai (2011)"। Gomolo। ২২ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১৩।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.