চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কার
একুশে স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক সাহিত্য পুরস্কার। বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই পুরস্কার প্রদান করা হয়।
একুশে স্মারক সম্মাননা পদক | |
---|---|
পুরষ্কারের কারণ | বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয়া হয়। |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | বাংলাদেশ |
স্বাগতিক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রথম পুরস্কৃত | ২০১৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
পদক
প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি মানসন্মত পদক, একটি সম্মাননা স্মারক এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে।[1]
বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা
২০১৪ খ্রিষ্টাব্দ
২০১৪ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[1][2]
- স্বপন দত্ত (কবিতা)
- ফেরদৌস আরা আলীম (কথাসাহিত্য)
- মহীবুল আজিজ (প্রবন্ধ ও গবেষণা)
- মুহাম্মদ নাসির উদ্দিন (বিশ্বসাহিত্য)
- ফাহমিদা আমিন (শিশুসাহিত্য)
২০১৫ খ্রিষ্টাব্দ
২০১৫ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জনকে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[3][4]
- ময়ুখ চৌধুরী (কবিতা)
- বিশ্বজিৎ চৌধুরী (কথাসাহিত্য)
- মনিরুজ্জামান (প্রবন্ধ ও গবেষণা)
- সিদ্দিক আহমেদ (বিশ্বসাহিত্য)
- ইকবাল বাবুল (শিশুসাহিত্য)
২০১৬ খ্রিষ্টাব্দ
ফেব্রুয়ারি ২০১৬ সালে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে সাহিত্য পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[5][6]
- কামরুজ্জামান জাহাঙ্গীর (মরণোত্তর)
- ফাউজুল কবির (কবিতা)
- হাফিজ রশিদ খান (প্রবন্ধ)
- নুর মোহাম্মদ রফিক (গবেষণা)
- খুরশিদ আনোয়ার (বিশ্বসাহিত্য)
- রাশেদ রউফ (শিশুসাহিত্য)
২০১৭ খ্রিষ্টাব্দ
ফেব্রুয়ারি ২০১৬ সালে চট্টগ্রাম নগরীর মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বইমেলার সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে সাহিত্য পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[7][8]
- মোহিত উল আলম (কথাসাহিত্য)
- অরুণ দাশগুপ্ত (কবিতা)
- মাহবুবুল হক (প্রবন্ধ)
- বিপুল বড়ুয়া (শিশুসাহিত্য)
- মিলন চৌধুরী (নাটক)
- অভিক উসমান (নাটক)
- মাহফুজুর রহমান (মুক্তিযুদ্ধ গবেষণা)
২০১৮ খ্রিষ্টাব্দ
ফেব্রুয়ারি ২০১৬ সালে ৩ জনকে সাহিত্য পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।[9]
- রফিক আনোয়ার (কথাসাহিত্য, মরণোত্তর)
- নাসের রহমান (কথাসাহিত্য)
- এজাজ ইউসুফী (কবিতা)
তথ্যসূত্র
- "চট্টগ্রামের ৫ সাহিত্যিক পুরস্কার পাচ্ছেন"। বাংলাদেশ প্রতিদিন। নভেম্বর ৩০, ২০১৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "চট্টগ্রাম সিটি করপোরেশন সম্মাননা পেল ১২ গুণীজন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৪-০২-২১। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- নিজস্ব প্রতিবেদক (ফেব্রুয়ারি ২১, ২০১৫)। "একুশের অনুষ্ঠানমালা"। দৈনিক পূর্বকোণ। ৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- তাসমিমা হোসেন, সম্পাদক (ফেব্রুয়ারি ২২, ২০১৫)। "১১ বিশিষ্ট নাগরিককে চসিকের একুশের স্মারক সম্মাননা"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "চট্টগ্রাম সিটি কর্পোরেশন : ১৩ বিশিষ্ট নাগরিককে একুশে সম্মাননা স্মারক ও সাহিত্য পুরস্কার প্রদান"। দৈনিক ভোরের কাগজ। ফেব্রুয়ারি ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "সাত গুণীজনকে একুশে পদক ও ছয়জনকে সাহিত্য পুরস্কার দিল চসিক"। দৈনিক ইনকিলাব। ফেব্রুয়ারি ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- "১৬ গুণীকে চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার প্রদান"। দৈনিক ভোরের কাগজ। ফেব্রুয়ারি ২২, ২০১৬। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- রাজু আকবর (ফেব্রুয়ারি ২০, ২০১৭)। "১৬ বিশিষ্টজনকে সম্মাননা দিচ্ছে চসিক"। বিবার্তা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।
- সিনিয়র করেসপন্ডেন্ট (২০১৮-০২-২২)। "সাহিত্যে চসিকের একুশে স্মারক পাচ্ছেন যারা"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২৩, ২০১৮।