একুশে স্মারক সম্মাননা পদক
একুশে স্মারক সম্মাননা পদক চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রবর্তিত একটি বাৎসরিক পুরস্কার। বস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে এই সম্মাননা প্রদান করা হয়।
একুশে স্মারক সম্মাননা পদক | |
---|---|
পুরষ্কারের কারণ | বস্তুনিষ্ঠ সংবাদ পরবিশেনা, গৃহায়ন শিল্প, নাট্যর্চচা, আবৃত্তি চর্চা ও চারু শিল্পে জাতীয় পর্যায়ে নির্দিষ্ঠ অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে |
তারিখ | ২৮ ফেব্রুয়ারি ২০১৪ |
অবস্থান | চট্টগ্রাম, বাংলাদেশ |
দেশ | ![]() |
পুরস্কারদাতা | বাংলাদেশ |
স্বাগতিক | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
প্রথম পুরস্কৃত | ২০১৪ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, দৈনিক র্পূবকোণ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), মাস্টার নজির আহমদ (মরণোত্তর), অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া, আহমেদ ইকবাল হায়দার, রণজিৎ রক্ষিত ও দীপক কুমার দত্ত।
বছর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা
২০১৫ খ্রিষ্টাব্দ
ফেব্রুয়ারি ২০১৫ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন, সমাজ সেবা, শিক্ষা, ক্রীড়া, শিল্প-বাণিজ্য, পেশা, সাংবাদিকতা ও সংস্কৃতির অঙ্গণে বিরল অবদানের জন্য ১১জনকে সম্মাননা প্রদান করা হয়।[1]
- আখতারুজ্জামান চৌধুরী বাবু (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলন)
- এল কে সিদ্দিকী (সমাজসেবা)
- জাফরুল ইসলাম চৌধুরী (সমাজসেবা)
- জানে আলম দোভাষ (সমাজসেবা)
- শাহজাদা মোহাম্মদ ফৌজুল আলি খান (মরণোত্তর)
- সিকান্দার খান (শিক্ষা)
- আবদুল জব্বার সওদাগর (ক্রীড়া, মরণোত্তর)
- মোহাম্মদ কবির চৌধুরী (আইন)
- মোহাম্মদ ইউসুফ (সাংবাদিকতা)
- মলয় ঘোষ দস্তিদার (সংস্কৃতি)
- খলিলুর রহমান (শিল্প-বাণিজ্য)
২০১৬ খ্রিষ্টাব্দ
ফেব্রুয়ারি ২০১৬ সালে মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়াসহ সাতটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতজনকে মুসলিম ইনস্টিটিউট চত্বরে সম্মাননা প্রদান করা হয়।
- রওশন আক্তার হানিফ (মরণোত্তর, শিক্ষা)
- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (ক্রীড়া)
- মাহমুদুল ইসলাম (মরণোত্তর)
- আ জ ম ওমর (মরণোত্তর, সাংবাদিকতা)
- ফজল করিম (মরণোত্তর, সমাজসেবা)
২০১৮ খ্রিষ্টাব্দ
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সালে ৭ জনকে সম্মাননা প্রদান করা হয়।[2]
- এম এ মালেক (দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক)
- মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর, র্পূবকোণ পত্রিকার সম্পাদক)
- মাস্টার নজির আহমদ (মরণোত্তর)
- মৃণাল কান্তি বড়ুয়া – (প্রকৌশলী অধ্যাপক)
- আহমেদ ইকবাল হায়দার
- রণজিৎ রক্ষিত
- দীপক কুমার দত্ত।
তথ্যসূত্র
- "চসিক একুশে স্মারক সম্মাননা, সাহিত্য পদক প্রদান"। newschittagong24.com। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮।
- নিজস্ব প্রতিবেদক (১ মার্চ ২০১৮)। "চট্টগ্রামে ৭ জনকে একুশে স্মারক সম্মাননা পদক প্রদান"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮।