মলয় ঘোষ দস্তিদার

মলয় ঘোষ দস্তিদার একজন বাংলাদেশী গীতিকার ও সুরেকার এবং চট্টগ্রামের আঞ্চলিক গানের পথিকৃত শিল্পী, চারণ কবি ও রাজনীতিবিদ । চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রথম গান রচয়িতা। মাস্টার দা সূর্য সেনের শিষ্য।বৃটিশ বিরোধী বিপ্লবী গায়ক - ''অগ্নি যুগে অগ্নি রোষে পড়ে'' গানের জন্য ১৯৫২ সালে কারাবরণ করেন। তার উল্লেখ্যযোগ্য গানের মধ্যে আছে'' ছোড ছোড ডেউ তুলি'' আঁরা চাটগাঁইয়া নওজোয়ান ' বাহার মারি সাম্পান যার'বৃটিশ কোম্পানি গাট্টি বোস্কা বান্ধি ধাইলিনি' ''মা বাপরে চাইতা বলি''


মলয় ঘোষ দস্তিদার
জন্ম১৩ জুন ১৯২০
নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ব্রিটিশ ভারত
মৃত্যু১২ মার্চ ১৯৮২
জাতীয়তাবাঙ্গালী
নাগরিকত্বব্রিটিশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ
পেশাগীতিকার ও লোকশিল্পী, রাজনীতিবিদ
আদি নিবাসচট্টগ্রাম
সন্তানমেয়ে : প্রতিমা ঘোষ দস্তিদার, তমালী ঘোষ দস্তিদার, মানু ঘোষ দস্তিদার, ছেলে : খোকন ঘোষ দস্তিদার, ছোটন ঘোষ দস্তিদার
পিতা-মাতা
  • নতুনচন্দ্র ঘোষ দস্তিদার (পিতা)
  • বগলা ঘোষ দস্তিদার (মাতা)
পুরস্কারচট্টগ্রাম আবসর সাংস্কৃতিক গৌষ্ঠী প্রবর্তিত স্মৃতি পুরস্কার মলয় ঘোষ দস্তিদার সাহিত্য পুরস্কার, সংকেত সাংস্কৃতিক গোষ্ঠী কতৃক সংকেত পদক ( ১৯৮০ সাল) একুশে স্মারক সম্মাননা পদক (২০১৫ পক্ষে মেয়ে প্রতিমা ঘোষ দস্তিদার)

"ছোড ছোড ডেউ তুলি' গানটি তিনি ১৯৪১ রচনা করে ছিলেন। বিশেষ করে গানটিকে চাটগাঁইয়া আঞ্চলিক গানের জাতীয় সঙ্গীত বলা হয়।তার রচিত গানটি স্বীয় কন্ঠে চট্টগ্রাম আঞ্চলিক গানের প্রথম রেকর্ডকৃত গান।

প্রাথমিক জীবন

বাবা নতুনচন্দ্র ঘোষ দস্তিদারের উৎসাহে শৈশবকাল থেকে সংগীতচর্চা শুরু হয়। গঙ্গাপদ আচার্যের হাতে উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে সঙ্গীত চর্চার প্রাথমিক যাত্রা হয়। পরে ধ্যান সেন, চুনুরি বাবু ও সমীরণ বন্দোপাধ্যের কাছে সঙ্গীতের তালিম গ্রহণ করেন।

সঙ্গীত সাধনা

তৎকালীন বিপ্লবী গায়ক তেজেন ঘোষের অনুপ্রেরণায় বৃটিশ বিরোধী গান গেয়ে কিশোর বয়সেই সুনাম অর্জন করে।। ১৯৪০ সালে আর্য সঙ্গীত সমিতির আয়োজিত সংগীত প্রতিযোগিতায় ভজন ও আধুনিক গানে প্রথম স্থান অধিকার করে। ১৯৪১ সালে তিনি বেতারে প্রথম গান পরিবেশন করে। পরবর্তীতে কলকাতায় গিয়ে মিনার্ভ থিয়েটারে চাকরি করে। একইসময়ে কলকাতার কলম্বিয়া গ্রামোফোন কোম্পানি তার রচিত ও সুরাপিত প্রথম গানের রেকর্ড বের করে।

স্মরণ

তথ্য সূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.