গ্নু প্রাইভেসি গার্ড

গ্নু প্রাইভেসি গার্ড (ইংরেজি: GNU Privacy Guard, গ্নুপিজি অথবা জিপিজি) একটি টেক্সট-ভিত্তিক ইউনিক্স-সদৃশ ব্যবস্থার জন্যে ক্রিপ্টোগ্রাফিক ফ্রি সফটওয়্যার স্যুট, যেটি আরএফসি ৪৮৮০ এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

গ্নু প্রাইভেসি গার্ড
ইউনিক্স টার্মিনাল ইমুলেটরে কি পেয়ার জেনারেশন প্রক্রিয়া।
মূল উদ্ভাবকওয়ার্নার কোক
উন্নয়নকারীগ্নু প্রকল্প
প্রাথমিক সংস্করণ সেপ্টেম্বর ১৯৯৯ (1999-09-07)
লেখা হয়েছেসি
অপারেটিং সিস্টেমগ্নু/লিনাক্স, অ্যানড্রয়েড, ম্যাকওএস, আরআইএসসি ওএস, মাইক্রোসফট উইন্ডোজ
ধরণওপেনজিপিজি
লাইসেন্সগ্নু জিপিএল ৩য় সংস্করণ
ওয়েবসাইটgnupg.org

গ্নুপিজি গ্নু প্রকল্পের একটি অংশ, এবং জার্মান সরকার থেকে বিশাল অঙ্কের অর্থায়ন পেয়েছে। [1]

তথ্যসূত্র

  1. "Bundesregierung fördert Open Source" (German ভাষায়)। Heise Online। ১৯৯৯-১১-১৫। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.