ইউনিক্স

ইউনিক্স (ইংরেজি: UNIX) একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটা প্রথমে নির্মিত হয় ৬০ ও ৭০ এর দশকে বেল ল্যাবে। এর নেতৃত্বে ছিলেন কেন থমসনডেনিস রিচি, তারা পরে কম্পিউটার বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন।[1]

ইউনিক্স
ইউনিক্স ও ইউনিক্স সদৃশ অপারেটিং সিস্টেমের বিবর্তন
ডেভলপারব্যাল ল্যাবসের কেন টম্পসন, ডেনিস রিচি, ব্রায়ান উইলসন কার্নিংহান, ডগলাস ম্যাকইলরয়, ও জোই ওসানা
প্রোগ্রামিং ভাষাসি এবং এসেম্বলি ভাষা
ওএস পরিবারইউনিক্স
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলঐতিহাসিকভাবে ক্লোজড সোর্স, এখন কিছু ইউনিক্স প্রকল্প (বিএসডি পরিবার ও ইলুমাস) ওপেন সোর্স
প্রাথমিক মুক্তি১৯৭৩ (1973)
ভাষাসমূহইংরেজি
কার্নেলের ধরনমনোলিথিক কার্নেল
ব্যবহারকারী ইন্টারফেসকমান্ড-লাইন ইন্টারফেস ও গ্রাফিক্যাল (এক্স উইন্ডো সিস্টেম)
ওয়েবসাইটunix.org

তথ্যসূত্র

  1. "ইউনিক্স অপারেটিং সিস্টেম" (PDF)। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.