ইউনিক্স-সদৃশ

ইউনিক্স সদৃশ্য (কখনো সংক্ষেপে *nix বলা হয়ে থাকে) অপারেটিং সিস্টেম হল এমন একটি সিস্টেম যেটি আংশিক বা সম্পূর্ণরূপে ইউনিক্স এর মত আচরণ করে। তবে এটি বাধ্যতামূলক নয় যে এর বৈশিষ্টসমূহ সিঙ্গেল ইউনিক্স বৈশিষ্ট্যাবলীর সাথে এর মিল থাকলে হবে অথবা অনুমোদিত হতে হবে।

ইউনিক্স সদৃশ্য সিস্টেম সমূহের মধ্যে আন্তসংযোগ চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে।

কিধরনের বৈশিষ্ট থাকলে একটি অপারেটিং সিস্টেমকে "ইউনিক্স সাদৃশ্য" বলা যাবে তার নির্দিষ্ট কোন মান দন্ড নেই। বৈশিষ্টসমূহ নির্ধারণে বিভিন্ন সময় মতামতের ভিন্নতা দেখা গিয়েছে।

ডেভলপাররা এখানে ফ্রি এবং ওপেনসোর্স অপারেটিং সিস্টেম অন্তর্ভুক্ত করতে পারেন। বেল ল্যাবস এ তৈরী করা ইউনিক্সের সাথে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট অন্তর্ভুক্ত করা হতে পরে। বাণিজ্যিক, মালিকানাধিন অথবা ইউনিক্স সোর্স কোড লাইসেন্স সহ বিভিন্ন পদ্ধতিতে এই অন্তর্ভুক্তির কাজ করা যেতে পারে। এরফলে এই ধরনের অপারেটিং সিস্টেম সমূহকে "ইউনিক্স সদৃশ্য" বলা যেতে পারে এবং সেখানে "ইউনিক্স" ট্রেডমার্ক ব্যবহার করা যাবে।

সমূর্ণরূপে ফ্রি এবং ওপেন সোর্স উদাহারণ সমূহ ফ্রিনিক্স নামে পরিচিত। [1]

"ইউনিক্স সদৃশ্য" এবং ইউনিক্স ট্রেডমার্ক

বিষয়শ্রেণী

সামঞ্জস্যতা

ইউনিক্স সিস্টেমের উন্নয়ন

আরও দেখুন

তথ্যসূত্র

  1. “FREENIX” has been used by the USENIX conferences to refer to Free and Open Source Software.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.