গোলপাতা

গোলপাতা (ইংরেজি: Nypa fruticans), ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপকূলীয় এবং মোহনা এলাকার একপ্রকার পাম জাতীয় উদ্ভিদ, যাদেরকে 'নিপা পাম' নামেও ডাকা হয়। এটি পামের একমাত্র প্রজাতি যাদেরকে ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায়। এই উদ্ভিদটি তার মূল জেনাস নিপা হতে উদ্ভত একমাত্র প্রজাতি যার উপ প্রজাতি নিপোডিয়া[1]

গোলপাতা
সময়গত পরিসীমা: ৭–০কোটি
কা
পা
ক্রি
প্যা
Late Cretaceous - Recent
গোলপাতা গাছ, বহল, ফিলিপাইন

ন্যূনতম বিপদগ্রস্ত  (আইইউসিএন ৩.১)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
(শ্রেণীবিহীন): Angiosperms
(শ্রেণীবিহীন): Monocots
(শ্রেণীবিহীন): Commelinids
বর্গ: Arecales
পরিবার: Arecaceae
উপপরিবার: Nypoideae
Griff.
গণ: Nypa
Steck
প্রজাতি: N. fruticans
দ্বিপদী নাম
Nypa fruticans
Wurmb

পরিচিতিমূলক নাম

বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের গোলপাতা

এই উদ্ভিদটি বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত; আত্তপ (সিঙ্গাপুর), নিপা (ফিলিপাইন), বুআহ আতপ (ইন্দোনেশিয়া), বুআহ নিপাহ (মালয়শিয়া), দুয়া নুয়ক (ভিয়েতনাম), জিং পল (শ্রীলংকা), গোলপাতা (পশ্চিমবঙ্গ, বাংলাদেশ), এবং দানী (মায়ানমার)

বিস্তৃতি

মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, বোর্নিও, পপুয়া নিউ গিনি, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ দেশসমূহে জন্মে থাকে।

ফলের উপকার

গল্পাতার ফলে প্রচুর ভিটামিন ও মিনারেল যুক্ত। বিশেষত চর্মরোগ এর সকল পর্যায় নিরাময়ে সাহায্য করে।

গ্যালারি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. John Leslie Dowe। Australian Palms: Biogeography, Ecology and Systematics। পৃষ্ঠা 83। সংগ্রহের তারিখ এপ্রিল ২০, ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.