খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়
খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ১৯৬২ সালে খড়ুয়া রাজাপুর গ্রামবাসির উদ্দগে গড়েওঠে। ২০১০ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়েউন্নিত করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ৪০০+ । বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ও ৩ জন অন্যান্য কর্মী আছেন।বর্তমানে বিদ্যালয়টিতে কলা বিভাগ ও বিজ্ঞান বিভাগে পাঠ দানের ব্যবস্থা রয়েছে।[1]
খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
খড়ুয়া রাজাপুর,বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ | |
তথ্য | |
ধরন | কো-এডুকেশনাল |
প্রতিষ্ঠাকাল | ১৯৬২ |
অধ্যক্ষ | শংকর কুমার সরকার |
অনুষদ | ১৭ |
শিক্ষার্থী সংখ্যা | ৪০০+ |
ক্যাম্পাস | গ্রামঞ্চলীয় |
অন্তর্ভুক্তি |
|
বিদ্যালয়ে পঠনের বিষয়
কলা বিভাগ
- বাংলা
- ইংরাজি
- ইতিহাস
- ভূগোল
- সংস্কিত
- দর্শন
- এডুকেশন
বিজ্ঞান বিভাগ
- গনিত
- পদার্থবিদ্যা
- রসায়ন
- জীববিদ্যা
- পরিবেশবিদ্যা
গ্রন্থাগার
বিদ্যালয়ে একটি গ্রন্থাগার রয়েছে। যেখানে ৫০০ এর বেশী বই আছে।এই গ্রন্থাগার বিদ্যালয়েত ছাত্র-ছাত্রীদের জ্ঞান বৃদ্ধিতে নিয়জিত রয়েছে
বিদ্যালয়ের পরিকাঠামো

খড়ুয়া রাজাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ
বিদ্যালয়টিতে ২৯ টি শ্রেনী কক্ষ রয়েছে। ৩ টি বীক্ষণাগার ও একটি প্রসস্থ খেলার মাঠ বিদ্যালয়ে বর্তমান। বিদ্যালয়টির দক্ষিণ পাশে বা সমুখ ভাগে পাকা রাস্তার সঙ্গে রয়েছে বিদ্যালয়ের প্রধান প্রবেশ পথ ও বিদ্যালয় প্রাচীর।বাকি তিন দিকে কাঁটাতারের ঘেরা রয়েছে।[2][3]
তথ্যসূত্র
- "Kharua Rajapur High School,Kalupur,West Bengal"।
- "KHARUA RAJAPUR HIGH SCHOOL BONGAON"।
- "Kharua Rajapur High School, Vill-Kharua Rajapur, North 24 ..."। ২১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৭।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে খড়ুয়া রাজাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.