কৌশিকী চক্রবর্তী

কৌশিকী চক্রবর্তী (ইংরেজি: Kaushiki Chakrabarty) (জন্ম ১৯৮০) একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী[1][2][3]

কৌশিকী দেসিকান
জন্ম নামকৌশিকী চক্রবর্তী
জন্ম (1980-10-24) ২৪ অক্টোবর ১৯৮০
উদ্ভবকলকাতা, ভারত
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় গান
পেশাগায়িকা
কার্যকাল১৯৯২-বর্তমান
ওয়েবসাইটkaushikichakraborty.com

শৈশব

চক্রবর্তী ভারতের কলকাতায় ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তিনি চন্দনা চক্রবর্তী এবং বিখ্যাত ভারতীয় ক্লাসিকাল সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তীর কন্যা। সাত বছর বয়সে তিনি পন্ডিত জনন প্রকাশ ঘোষ এর সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে গান শিখেন এবং পরবর্তীতে আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমীতে গান শিখেন।[4] তিনি তার স্কুলজীবন শেষ করেন কলকাতার পাথা ভবন বিদ্যালয় থেকে।

২০০২ সালে, তিনি কলকাতা’র কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত যোগময় দেবী কলেজ থেকে দর্শনে প্রথম শ্রেণীতে স্নাতক অর্জন করেন।[5]

কর্ম জীবন

কৌশিকী ভারতের দোভার লেন মিউজিক কনফারেন্স, দ্য আইটিসি সঙ্গীত সম্মেলন, ক্যালিফোর্নিয়ার দ্য স্প্রিং ফেস্টিভাল অব মিউজিক এবং লস এঞ্জেলেসের পরম্পরা অনুষ্ঠানসহ বিভিন্ন বড় কনসার্টে অংশ নেন।

আলোচনা অনুষ্ঠান

গান পরিবেশনার পাশাপাশি, তিনি রুপসী বাংলা টেলিভিশন চ্যানেলের সঙ্গীত শিল্পীদের সাথে একটি সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানের তিনি উপস্থাপক।[6] আলোচনা অনুষ্ঠানটির নাম “গান-গল্প আর গান” যা প্রচারিত হয় রবিবারে, এই অনুষ্ঠানে বনশ্রী সেনগুপ্ত, তার বাবা অজয় চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র সহ আরো অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যক্তিগত জীবন

তিনি পার্থসারথী দেশিকান’কে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলের নাম রিশিথ।

পুরষ্কার ও সম্মাননা

  • জাদু ভত্ত (১৯৯৫)
  • আউটস্ট্যান্ডিং ইয়ং পার্সন (২০০০)
  • বিবিসি অ্যাওয়ার্ড (২০০৫)[7]

পরিবেশনা

এমটিভি কোক স্টুডিও-২য় পর্ব-গানের নাম-লাগি লাগি (সান্তানু মৈত্র এবং স্বনান্দ কিরকিরে’র সাথে)

কৌশিকী চক্রবর্তী সাওয়াই গান্দাভারে ২০১৩ সালে সঙ্গীত পরিবেশন

সিনেমা

বছরগানের নামসিনেমাসহ-শিল্পীসুরকাররচয়ীতা
২০১৪থুলি থুলিয়ারামানুজনরমেশ ভিনায়াগামরমেশ ভিনায়াগামনা. মুথুকুমার
Jaa UreyHrid MajhareyNoneMayookh Bhaumikকৌশিক গাঙ্গুলি
২০১৩বাসনার গানGoynar BakshoNoneরবীন্দ্রনাথ ঠাকুর / Debojyoti Mishraরবীন্দ্রনাথ ঠাকুর / Debojyoti Mishra
চিলেনরা চিলেনরাথিরুমানাম এন্নাম নিক্কাহসুন্দর নারায়ণ রাওগিবরানকাথাল মাথি, মুন্না সওকত আলী
হৃদয় আমার নাচে রেশুন্য অঙ্কNoneরবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর
আলোয় আলোকময় করেশুন্য অঙ্কNoneরবীন্দ্রনাথ ঠাকুররবীন্দ্রনাথ ঠাকুর
এমনি বরষা ছিলে সেদিনশুন্য অঙ্কNoneকমল দাসগুপ্তপ্রণব রায়
রাবসো নেহা লাগে (Bilaval Bandish)শুন্য অঙ্কঅজয় চক্রবর্তীগৌতম ঘোষগৌতম ঘোষ
২০১২ভালবাসিতিন কন্যাএককইন্দ্রদীপ দাশগুপ্তশ্রীজত
রাহু তেরে পিছে পিছেপাঁচ অধ্যায়এককসান্তানু মৈত্রস্বনান্দ কিরকিরে
২০১১পাতা ঝরা বৃষ্টিচ্যাপলিনশানইন্দ্রদীপ দাশগুপ্তশ্রীজত
ফিরে যারে মন যাজানি দেখা হবেএককইন্দ্রদীপ দাশগুপ্তশ্রীজত
২০০৫ভাইশানাভ জান তুওয়াটারঅজয় চক্রবর্তীএ আর রহমান (Arranger)কবি-সেন্ট নারসিনহ মেহতা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.