কৈলাসহর
কৈলাসহর (ইংরেজি: Kailasahar) ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার একটি পৌরসভা -দ্বারা শাসিত শহর।
কৈলাসহর Kailashahar | |
---|---|
শহর | |
![]() ![]() কৈলাসহর Kailashahar | |
স্থানাঙ্ক: ২৪.৩৩° উত্তর ৯২.০২° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
প্রদেশ | ত্রিপুরা |
জেলা | ঊনকোটি জেলা |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২০,২৭৯ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ককবরক, ইংরেজি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+ ৫:৩০) |
Telephone code | 03824 |
ওয়েবসাইট | www.kailashaharinfo.in |
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে কৈলাসহর শহরের জনসংখ্যা হল ২০,২৭৯ জন।[1] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৮২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৯%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কৈলাসহর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।

দর্শনীয় স্থান
- ঊনকোটি তীর্থক্ষেত্র
- লক্ষী নারায়ন বাড়ি।
- মনুভ্যালি চা প্রক্রিয়াকরন কারখানা।
- জগন্নাথপুর চা বাগান।
- মনু নদী।
- কালিশাসন ভবতারিণী মন্দির।
- রাঙাউঠির চতুর্দশ দেবতা মন্দির।
পর্যটন কেন্দ্র
- কৈলাসহর তথা ত্রিপুরার অন্যতম পর্যটন কেন্দ্র হল শৈব তীর্থ-[ঊনকোটি]।
- খাওরাবিল-এ অবস্থিত পূজা মান্ডপ।
- কৈলাসহর রবীন্দ্রকানন (শিশু উদ্যান)
- বিখ্যাত কিছু পুরানো চা-বাগান
যাতায়াত ব্যবস্থা
- সড়কপথ: সড়কপথে আগরতলা থেকে কৈলাসহর নিয়মিত বাস চলাচল করে।ছোট প্রাইভেট কার ভাড়া নিয়ে ও যাওয়া যেতে পারে।
তাছাড়া ত্রিপুরা পর্যটন দপ্তর ও বাস পরিসেবা দিয়ে থাকেন (প্যকাজ ব্যবস্থাও আছে)।
- রেলপথ:সরাসরি রেল যোগাযোগ হল কুমারঘাট এবং ধর্মনগরের সাথে,তারপর সেখান থেকে সড়ক যোগে যেতে হবে।
- বিমান ব্যবস্থা:কৈলাসহরে একটি ছোট বিমান বন্দর আছে,তবে বর্তমানে তা বন্ধ আছে।
- স্থানীয় ভাবে যাতায়াত এর জন্য দূষণ মুক্ত বৈদ্যুতিক ছোট গাড়ি (স্থানীয় নান টুকটুক) জনপ্রিয়।
শিক্ষাপ্রতিষ্ঠান
- রামকৃষ্ণ মহাবিদ্যালয়
- রাধাকিশোর ইন্সটিটিউট
- ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়
- ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান
- কেন্দ্রীয় বিদ্যালয় কৈলাসহর
- টিলাবাজার দ্বাদশশ্রেণী বিদ্যালয়
তথ্যসূত্র
Kailashahar Airport at the AAI
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১, ২০০৬।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.