কেডিই
কেডিই (ইংরেজি: KDE) মুক্ত সফটওয়্যার উন্নয়নের কাজে নিয়োজিত একটি আন্তর্জাতিক মুক্ত সফটওয়্যার সম্প্রদায়। [1] উন্নয়নের চক্রকেন্দ্র হিশেবে কেডিই হাতিয়ার ও সম্পদ প্রদান করে, যেটি এ ধরনের সফটওয়্যারের সম্মিলিত উন্নয়নে সহায়ক। কেডিইর জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে কেডিই ডেস্কটপ, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, এবং ক্রিটা অথবা ডিজিক্যামের মত কিছু ক্রস-প্ল্যাটফর্ম সফটওয়্যার যেগুলো ইউনিক্স ও ইউনিক্স-সদৃশ ডেস্কটপ, মাইক্রোসফট উইন্ডোজ ও অ্যানড্রয়েডে চালানোর উপযোগী করে তৈরী করা হয়েছে। [2]
![]() | |
প্রতিষ্ঠাকাল | ১৪ অক্টোবর ১৯৯৬ |
---|---|
প্রতিষ্ঠাতা | ম্যাথিয়াস এট্রিচ |
ধরণ | সম্প্রদায় |
আলোকপাত | মুক্ত সফটওয়্যার |
পণ্যs | কেডিই প্লাজমা, কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, কেডিই অ্যাপলিকেশনসমূহ, ক্যালিগ্রা স্যুট, ক্রিটা, কেডেভেলে, ডিজিক্যাম, এবং অন্যান্য অনেক |
পদ্ধতি | শিল্পকর্ম, উন্নয়ন, দলিল রচনা, প্রচার এবং অনুবাদ |
ওয়েবসাইট | www |
কেডিইর সবচেয়ে পরিচিত পণ্য হিশেবে প্লাজমা ডেস্কটপ বেশ অনেকগুলো লিনাক্স ডিস্ট্রিবিউশনের সাথে পূর্বনির্ধারিত ডেস্কটপ এনভায়রনমেন্ট হিশেবে আসে, যার মধ্যে রয়েছে ওপেনসুয্যে[3] মাজিয়া, মানজারো লিনাক্স, নেটরানার লিনাক্স, চক্র লিনাক্স, কুবুন্টু, কাওএস, পিসি লিনাক্স ওএস এবং কেডিই নিওন (উবুন্টু-ভিত্তিক)।[4][5]
পরিদর্শন
কেডিই কম্যুনিটি এবং এর কাজ নিচের ফিগার সমূহ দিয়ে বিচার করা যাবে:
- কেডিই সর্ববৃহৎ সক্রিয় ফ্রি সফটওয়্যার কম্যুনিটিগুলোর একটি।[6]
- ২৫০০ এরও বেশি অবদানকারী কেডিই সফটওয়্যার উন্নয়নে অংশগ্রহণ করে।[6] প্রত্যাকমাসে প্রায় ২০ জন নতুন ডেভেলপার তাদের প্রথম কোড জমা দেয়।
- কেডিই সফটওয়্যার ৬০০কোটি লাইন কোডের সমন্বয়ে গঠিত। [6]
- কেডিই সফটওয়্যার ১০৮টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। [7](কিউটি ব্যতিরেকে)
- কেডিই সফটওয়্যার ৩৪টিরও বেশি দেশে ১১৪ প্রাতিষ্ঠানিক এফটিপি মিররে রয়েছে।[8]
কেডিই প্রকল্পসমূহ
লেখা হয়েছে | সি++, কিউটি, কিউএমএল এবং অন্যান্য অনেক |
---|---|
অপারেটিং সিস্টেম | এক্স১১ অথবা ওয়েল্যান্ড সহযোগে ইউনিক্স-সদৃশ, মাইক্রোসফট উইন্ডোজ, অ্যানড্রয়েড, ম্যাক ওএস |
ধরণ | মুক্ত সফটওয়্যার |
ওয়েবসাইট | kde |
কেডিই সম্প্রদায় কতৃক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা অনেকগুলো পরিচিত মুক্ত সফটওয়্যার প্রকল্প রয়েছে। কেডিই বা কেডিই সফটওয়্যার কম্পিলেশন বলতে আমরা যা বুঝি তার মূলত তিনটি অংশ:
- কেডিই প্লাজমা, প্লাজমা ডেস্কটপ ও প্লাজমা মোবাইলের মত ভিন্ন ভিন্ন ওয়ার্কস্পেসের জন্য একটি প্ল্যাটফর্ম ব্যবহারকারী ইন্টারফেস
- কেডিই ফ্রেমওয়ার্কসমূহ, কিউটির উপর বানানো ৭০ টিরও বেশী মুক্ত লাইব্রেরির একটি সংগ্রহ (পূর্বে কেডিইলিবস অথবা কেডিই প্ল্যাটফর্ম নামে পরিচিত ছিলো)
- কেডিই অ্যাপলিকেশন সমূহ, লিনাক্স ডিস্ট্রোসমূহের সাথে কাজ করার জন্যে ইউটিলিটি অ্যাপলিকেশনসমূহ
তথ্যসূত্র
- "কেডিই সম্পর্কে"। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "কেডিই কিরিগামি"। কেডিই। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- রায়ান পল (২১ আগস্ট ২০০৮)। "OpenSUSE community konfesses love for KDE, makes it default"। কন্ডো নাস্ট ডিজিটাল। আর্স টেকনিকা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "KDE neon"। neon.kde.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৯।
- "প্লাজমা ৫.১৬ সহ আসা কেডিই নিওন ৫.১৬ এখন ডাউনলোড করতে পারবেন"। ওএমজি! উবুন্টু! (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "কেডিই – প্রেস পৃষ্ঠা"। কেডিই। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯।
- "কেডিই স্থানীয়করণ পরিসংখ্যান"। ৫ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- "কেডিই মিরর সমূহের অবস্থা"। ২৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- কেডিই সংবাদ, খবর ঘোষণা
- কেডিই উইকি