ক্রিটা

ক্রিটা একটি ফ্রিওপেন সোর্স রাস্টার গ্রাফিক্স সম্পাদক, মূলত আধুনিক অঙ্কন এবং অ্যানিমেশনের উদ্দেশ্যে। এতে কম বিভ্রান্তিকর ব্যবহারকারী ইন্টারফেস, উচ্চমানের ওপেনজিএল ত্বরিত পট, রঙ ব্যবস্থাপনা সমর্থন, অগ্রগামী তুলি যন্ত্র, অধ্বংসাত্মক লেয়ার ও মুখোশ, গ্রুপ-ভিত্তিক লেয়ার ব্যবস্থাপনা, ভেক্টর শিল্পকর্ম সমর্থন ও পরিবর্তনযোগ্য কাস্টমাইজেশন প্রোফাইল রয়েছে। এটি গ্নু/লিনাক্স, মাইক্রোসফট উইন্ডোজ, ও ম্যাকওএসে চলে।

ক্রিটা
উন্নয়নকারীকেডিই
প্রাথমিক সংস্করণ২১ জুন ২০০৫ (2005-06-21)
লেখা হয়েছেসি++, কিউটি
অপারেটিং সিস্টেমইউনিক্স-সদৃশ, মাইক্রোসফট উইন্ডোজ,[1] ম্যাকওএস[1]
ধরণরাস্টার গ্রাফিক্স সম্পাদক
লাইসেন্সজিপিএল সংস্করণ ৩[2]
ওয়েবসাইটkrita.org

তথ্যসূত্র

  1. "ক্রিটা ডেস্কটপ | ক্রিটা"। ক্রিটা ফাউন্ডেশন। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  2. "KDE/krita"গিটহাব (ইংরেজি ভাষায়)।

বহিঃসংযোগ

টেমপ্লেট:কেডিই

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.