কেট পুলফোর্ড

ক্যাথারিন লুইস পুলফোর্ড (জন্মঃ ২৭ আগষ্ট ১৯৮০) হলেন একজন নিউজিল্যান্ড ক্রিকেটার। কেট ব্যাটে সাবলিল হলেও মূলত একজন ডান-হাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে পরিচিত।

কেট পুলফোর্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্যাথারিন লুইস পুলফোর্ড
জন্ম (1980-08-27) ২৭ আগস্ট ১৯৮০
নেলসন, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
উৎস: Cricinfo, 20 April 2014

খেলোয়াড়ী জীবন

কেট নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল এর হয়ে ডান-হাতি ব্যাটসম্যান এবং ডান-হাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে কেট মাত্র ১টি টেস্ট ম্যাচ, ৩৯টি ওডিআই এবং ১২টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।[1] ২০০৯ সালের নারী ক্রিকেট বিশ্বকাপে তার নৈপূণ্য টুর্নামেন্টের আইসিসি এর দলে নামে তার দেখিয়েছেন।[2]

তথ্যসূত্র

  1. "Kate Pulford player profile"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০০৯
  2. "Five England players in World Cup XI"। Cricinfo। ২৩ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০০৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.