এইমি ওয়াটকিনস

এইমি লুইস ওয়াটকিনস (জন্ম: ১১ অক্টোবর, ১৯৮২) নিউ প্লাইমাউথে জন্মগ্রহণকারী বিশিষ্ট নিউজিল্যান্ডীয় প্রমিলা ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে নিউজিল্যান্ড দলের অধিনায়কত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।[1] পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিং করে থাকেন। রাজ্য লীগে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করছেন এইমি ওয়াটকিনস[1] বিয়ের পূর্বে তিনি এইমি মেশন নামে পরিচিত ছিলেন।

এইমি ওয়াটকিনস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএইমি লুইস ওয়াটকিনস
জন্ম (1982-10-11) ১১ অক্টোবর ১৯৮২
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব

খেলোয়াড়ী জীবন

দু’টি টেস্ট ও ৮৪টি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণকারী ওয়াটকিনস ২০০৯ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ১১ উইকেট নিয়ে দলের শীর্ষ উইকেট সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন যা তার সেরা বোলিং পরিসংখ্যান।[1][2] ঐ বিশ্বকাপের পর হাইডি টিফেন অবসর নিলে তাকে দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।[3]

তথ্যসূত্র

  1. "Aimee Watkins player profile"Cricinfo। ২১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯
  2. "Bowling for New Zealand Women in ICC Women's World Cup 2008/09"। CricketArchive। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯
  3. "Aimee Watkins named New Zealand women's captain"। Cricinfo। ১৫ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০০৯

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.