কৃষ্ণনাথ কলেজ

কৃষ্ণনাথ কলেজ (ইংরেজি: Krishnath College) হল ভারতেপশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যশালী মহাবিদ্যালয়। এটি বহরমপুর শহরে অবস্থিত।

কৃষ্ণনাথ কলেজ
নীতিবাক্যনিজেকে জানুন
স্থাপিত১৮৫৩
প্রতিষ্ঠাতামহারানী স্বর্ণময়ী
অধ্যক্ষড. সুজাতা বাগচী ব্যানার্জী
অবস্থান, ,
ভারত
শিক্ষাঙ্গনশহর
অধিভুক্তিকল্যাণী বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://krishnathcollege.ac.in/

ইতিহাস

১৮৫৩ সালে মহারানী স্বর্ণময়ী দেবী এই কলেজটির প্রতিষ্ঠা করেন তার স্বামী, কাশিম বাজারের মহারাজা কৃষ্ণনাথ রায়ের স্মৃতিতে। কৃষ্ণনাথ ২৩ বছর বয়েসে বিপুল জমিদারি ও সম্পত্তি লাভ করেছিলেন। তার ইচ্ছা ছিল একটি বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান তৈরী করা। অল্প বয়েসে তিনি মারা গেলে রানী স্বর্নময়ী কলেজ নির্মানে জমি ও অর্থ দান করেন। যদিও আরো অনেকে দান করেন কলেজ প্রতিষ্ঠায়। সাধারন মানুষ, নবাব পরিবারের মহিলারা, জমিদার অনেকের দেওয়া অর্থে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান। একদা এখানে রাতে কমার্স ও আইন কলেজ চলত। কমার্স কলেজটি শহরের অন্যত্র স্থানান্তরিত হয়। আইন পাঠ বর্তমানে হয়না।[1] এই কলেজে খ্যাতনামা দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীল অধ্যক্ষ ছিলেন ১০ বছর। অর্থনৈতিক সাবলীলতা ও পঠনপাঠনকে সুচারুরূপে গড়ে তোলার প্রথম কারিগর তিনি। অন্যান্যদের মধ্যে ই এম হুইলার, মনীন্দ্রচন্দ্র নন্দী, রাধাকমল মুখার্জীর নাম করা যায়।[2][3]

পঠন

কলেজে ১৫টি বিষয়ে সাম্মানিক স্নাতক এবং ৩টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। যে সব বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয় সেগুলি হল শারীরবিদ্যা, সেরিকালচার ও সংস্কৃত।[2]

কৃতি ছাত্রছাত্রী

তথ্যসূত্র

  1. অনল আবেদিন। "বাইশ বছরের রাজার কলেজ আজ ১৬২তে"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭
  2. "KRISHNATH COLLEGE"krishnathcollege.com। ৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭
  3. "কৃতী এক দার্শনিক"desh.co.in। দেশ। ২ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.