কুন কাস্টিলস

কুন কাস্টিলস (জন্ম: ২৫ জুন ১৯৯২) হলেন একজন বেলজীয় পেশাদার ফুটবলার, যিনি বুন্দেসলিগার ক্লাব ভিএফএল উলফসবুর্গের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[1]

কুন কাস্টিলস
২০১৪ সালে কুন কাস্টিলস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কুন কাস্টিলস
জন্ম (1992-06-25) ২৫ জুন ১৯৯২
জন্ম স্থান বনহেইডেন, বেলজিয়াম
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ভিএফএল উলফসবুর্গ
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯৬–২০০২ কেএসি বেটেকম
২০০২–২০০৯ শেঙ্ক
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৯–২০১১ Genk (০)
২০১১–২০১৪ ১৮৯৯ হোফেনহেইম ২ ৩২ (০)
২০১১–২০১৫ ১৮৯৯ হোফেনহেইম ৩৯ (০)
২০১৫– ভিএফএল উলফসবুর্গ ৬৪ (০)
২০১৫ওয়ের্ডার ব্রেমেন (ধার) (০)
জাতীয় দল
২০০৭ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৬ (০)
২০০৮–২০০৯ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০০৯–২০১১ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ ২০ (০)
২০১১–২০১৩ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২০ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ক্লাব ক্যারিয়ার

২০১৫ সালের ডিএফএল-সুপারকাপের এক ম্যাচে পেনাল্টি শুটআউটে কাস্টিলস জাবি আলোনসোর করা একটি শট প্রতিহত করেন, যার ফলে তার দল ১–১ গোলে ড্র করার পর জয়লাভ করে।[2]

তার দলের প্রধান গোলরক্ষক ডিয়েগো বেনাগলিওর প্রস্থানের পর তিনি দলের ১ নম্বর জার্সিটি পান।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৩ সালে, প্রথমবারের মতো কাস্টিলস বেলজিয়াম জাতীয় দলে ডাক পান।[3] তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপের দলের একজন সদস্য হতে পারতেন, কিন্তু তিনি উক্ত সময়ে ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তার বদলে প্রথমে দলে স্থান পান সিলভিও প্রোটো এবং পরে সামি বাসুতকে দলে স্থান দেওয়া হয়।[4]

২৭শে মার্চ তারিখে, ব্রাসেলসে অনুষ্ঠিত সৌদি আরব ফুটবল দলের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে রবার্তো মার্তিনেজের দলে ছিলেন।[5]

সম্মাননা

ক্লাব

ভিএফএল উলফসবুর্গ
  • ডিএফএল-সুপারকাপ: ২০১৫

তথ্যসূত্র

  1. "Koen Casteels"। worldfootball.net। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৫
  2. Dunbar, Ross (১ আগস্ট ২০১৫)। "Bendtner leads Wolfsburg over Bayern Munich on penalties in German Super Cup clash"। Fox Sports। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৫
  3. "Lambert brands Benteke's Belgium call-up 'a mockery'... and warns he won't be happy if he returns injured"। Daily Mail। ৩ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৫
  4. "Koen Casteels ruled out of World Cup with injury as Belgium choose Sammy Bossut"। Daily Mail। ৪ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৫
  5. https://www.aol.co.uk/sport/2018/03/16/limbombe-gets-first-belgium-call-nainggolan-back-in-the-squad

বহিঃসংযোগ

টেমপ্লেট:ভিএফএল উলফসবুর্গ দল


টেমপ্লেট:Belgium-footy-defender-stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.