কুছ তুম কাহো কুছ হাম কাহে
কুছ তুম কাহো কুছ হাম কাহে হল ২০০২ সালের বলিউড রোমান্টিক চলচ্চিত্র; যেটি পরিচালনা করেছেন রবি শর্মা শংকর। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারদিন খান এবং রিচা পাল্লোড়। এটি বিশ্বব্যাপী ২০০২ সালের ২৮ জুনে মুক্তি পায় এবং সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।[3] চলচ্চিত্রটি দুইজন প্রেমিক-প্রেমিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যাতে তাদের পরিবারের পূর্বের শত্রুতা এবং বিদ্বেষের কারনে ভালবাসা শুরু করতে পারছেননা। চলচ্চিত্রটির তেলেগু ছবি কালিসুন্দাররাম রা এর কাহিনিসূত্র অবলম্বনে পুনর্নির্মাণ করা হয়েছে এবং উইলিয়াম শেক্সপীয়ারের ক্লাসিক্যাল গল্প অবলম্বনে নির্মিত রোমিও এন্ড জুলিয়েট এর সাথে মিল রয়েছে।
কুছ তুম কাহো কুছ হাম কাহে | |
---|---|
![]() প্রচারের পোস্টার | |
পরিচালক | কে. রবিশঙ্কর |
প্রযোজক | ডি. রামানাইডু[1] |
রচয়িতা | ধিনারাজ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আনু মালিক |
চিত্রগ্রাহক | ভেঙ্কট আর প্রসাদ |
সম্পাদক | ভানোদায়া |
প্রযোজনা কোম্পানি | সুরেশ প্রোডাকসন্স[2] |
পরিবেশক | ড্রিম মার্চেন্ট এন্টারপ্রাইজ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
শ্রেষ্ঠাংশে
- ফারদিন খান - অভয় ইন্দ্র বিশ্নপ্রতাপ সিং
- বিক্রম গোখলে - বিষ্ণু প্রতাপ সিং
- রিচা পাল্লোড় - মংলা
- ফরিদা জালাল - মংলা দাদি
- সঞ্জয় মিশ্র
সাউন্ডট্র্যাক
শিরোনাম | শিল্পী |
---|---|
আ রা রা রা রে | ফারদিন খান, সনু নিগম |
চুড়ি চুড়ি | শান, প্রীতি ও পিংকি, প্রশান্ত |
হুয়া সালাম দিলকা | উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক |
জাব সে দেখা তুমকো | কুমার শানু, অলকা ইয়াগনিক |
কুছ তুম কাহো কুছ হাম কাহে | হরিহরণ |
তুহি হে | শান, সুনিধী চৌহান |
য়ে ক্যায়া মাজবুরি হে | কেকে, প্রশান্ত |
বক্স অফিস
চলচ্চিত্রটি বক্স অফিসে তেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারিনী এবং এটি এভারেজ ব্যবসা করেছে বলে ঘােষণা করা হয়।[4]
তথ্যসূত্র
- http://hindisong.com/Movie/MovieReview.asp?TypeID=2&MovieID=799
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।
- "KTKKHK Movie Overview"। ২০ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১১।
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৫।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.