কিন্তা দে সান পেদ্রো আলেহান্দ্রিনো

লা কিন্তা দে সান পেদ্রো আলেহান্দ্রিনো (স্পেনীয়: Quinta de San Pedro Alejandrino) বিস্তৃত ও ঐতিহাসিক এলাকাবিশেষ। কলম্বিয়ার মাগদালেনা ডিপার্টমেন্টের সান্তা মার্তা শহরের কাছাকাছি মামাতোকোয় লা কিন্তার অবস্থান। ২ ফেব্রুয়ারি, ১৬০৮ তারিখে ডন ফ্রান্সিসকো ডে গডয় এলাকাটি প্রতিষ্ঠা করেন। মুক্তিসংগ্রামী সিমন বলিভার তার জীবনের শেষ দিককার দিনগুলো এখানে কাটান ও ১৭ ডিসেম্বর, ১৮৩০ তারিখের বিকেলে তার দেহাবসান এখানেই ঘটেছিল।[1] দেশের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে স্যান পেদ্রো আলেজান্দ্রিনোর সুনাম রয়েছে। মদ, মধু ও অপরিশোধিত চিনি সহযোগে তৈরী পানেলা উৎপাদনের লক্ষ্যে সপ্তদশ শতকে এর কাছাকাছি আরও একটি বিস্তৃত এলাকা গড়ে উঠে।

লা কিন্তা দে সান পেদ্রো আলেহান্দ্রিনোয় সিমন বলিভারের প্রতিমূর্তি
লা কিন্তা দে সান পেদ্রো আলেহান্দ্রিনো
লা কিন্তা দে সান পেদ্রো আলেহান্দ্রিনোয় বিখ্যাত ভবন
সাধারণ তথ্য
ধরনবিশ্রামাগার
অবস্থানমামাতোকো, সান্তা মার্তা, মাগদালেনা ডিপার্টমেন্ট, কলম্বিয়া
নির্মাণ শুরু হয়েছে১৬০৮
ওয়েবসাইট
museobolivariano.org.co

মুক্তিসংগ্রামী নেতা বলিভার ৬ ডিসেম্বর, ১৮৩০ তারিখে এ এলাকায় আসেন। ডন হোয়াকিন ডে মিয়ের তাকে অবস্থানের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাখ্যাত হবার পর বলিভার শুরুতে জামাইকা ভ্রমণের পরিকল্পনা করেছিলেন ও পরবর্তীতে ইউরোপ যাবার চিন্তা করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তা আর হয়ে উঠেনি। ১৭ ডিসেম্বর, ১৮৩০ তারিখের বিকেল বেলায় যক্ষারোগে আক্রান্ত[2] মুক্তিকামী সিমন বলিভারের এ খামারে দেহাবসান ঘটে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.