কিরীটী রায়

কিরীটী রায় ভারতীয় বাংলা ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট একটি বিখ্যাত গোয়েন্দা-চরিত্র।[1] কালোভ্রমর উপন্যাসের মধ্য দিয়ে এই গোয়েন্দা চরিত্রের আবির্ভাব ঘটে। তার সহকারী সুব্রত, যিনি অধিকাংশ কাহিনীতে তার সাথে থাকেন। পরবর্তীতে কিরীটী চরিত্রের উপর ভিত্তি করে বেশকিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে।[2] মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে কিরীটী সিরিজের বইগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।[3]

কিরীটী রায়
কিরীটী রায় চরিত্র
প্রথম উপস্থিতি কালোভ্রমর
শেষ উপস্থিতি অবগুণ্ঠিতা
স্রষ্টা নীহাররঞ্জন গুপ্ত
চরিত্রায়ণ ইন্দ্রনীল সেনগুপ্ত
চিরঞ্জিত চক্রবর্তী
বাড়ি টালিগঞ্জ, কলকাতা
উচ্চতা ৬ ফুট
সহকারী সুব্রত
তথ্য
লিঙ্গপুরুষ
পেশাগোয়েন্দাগিরি
শিরোনামরায়
দাম্পত্য সঙ্গীকৃষ্ণা
ধর্মহিন্দু ধর্ম
জাতীয়তাভারতীয়

চরিত্র

কিরীটী রহস্যভেদী হিসেবেই নিজের পরিচয় দিয়ে থাকেন। তার সহকারী সুব্রত, স্ত্রী কৃষ্ণা। টালিগঞ্জে তার বাড়ি রয়েছে, এছাড়াও রয়েছে নিজস্ব গাড়ি, ড্রাইভারের নাম হীরা সিং। তার ভৃত্যের নাম জংলী।[1]

তার উচ্চতা ছয় ফুট, গায়ের রং ফরসা। চুল ব্যাকব্রাশ করা, কোঁকড়ানো। পুরু লেন্সের কালো সেলুলয়েড চশমা পড়েন তিনি। দাঁড়িগোফ নিখুঁতভাবে কামানো।[1][3]

চরিত্র নির্মাণ-ইতিহাস

যুক্তরাজ্যে নীহাররঞ্জন গুপ্তের সাথে বিখ্যাত গোয়েন্দাকাহিনি লেখক আগাথা ক্রিস্টির পরিচয় ঘটে। এরপরেই তিনি দেশে ফিরে এসে কিরীটী চরিত্র নির্মাণ করেন।[3] তার ছোটবেলায় প্রত্যক্ষ করা একটি আত্মহত্যা এবং অন্তঃস্বত্ত্বা বিধবা বৌদিকে গুলি করে খুন করেন যক্ষারোগ-আক্রান্ত তাঁর রুগ্ণ দেবর — এ দুটি ঘটনাই পরবর্তীতে কিরীটীর মত একটি গোয়েন্দা চরিত্র নির্মাণ করতে প্ররোচিত করে তাকে।[1]

চলচ্চিত্রে কিরীটী

এযাবত চারটি চলচ্চিত্র নির্মিত হয়েছে কিরীটী রায়ের কাহিনী অবলম্বনেঃ

তথ্যসূত্র

  1. "কিরীটী রায়"আনন্দবাজার পত্রিকা। ১৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
  2. "Popular sleuth Kiriti Roy to debut on silver screen"টাইমস অব ইন্ডিয়া। ১২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
  3. নীহাররঞ্জন গুপ্ত। কিরীটী অমনিবাস প্রথম খণ্ড। মিত্র ও ঘোষ পাবলিশার্স।
  4. "ভ্রমরের তালে কিরীটী"আনন্দবাজার পত্রিকা। ১৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
  5. "চিরঞ্জিতও পারলেন না কিরীটীকে উদ্ধার করতে"আনন্দবাজার পত্রিকা। ১৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.