কিরীটী রায়
কিরীটী রায় ভারতীয় বাংলা ঔপন্যাসিক নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট একটি বিখ্যাত গোয়েন্দা-চরিত্র।[1] কালোভ্রমর উপন্যাসের মধ্য দিয়ে এই গোয়েন্দা চরিত্রের আবির্ভাব ঘটে। তার সহকারী সুব্রত, যিনি অধিকাংশ কাহিনীতে তার সাথে থাকেন। পরবর্তীতে কিরীটী চরিত্রের উপর ভিত্তি করে বেশকিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে।[2] মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে কিরীটী সিরিজের বইগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।[3]
কিরীটী রায় | |
---|---|
কিরীটী রায় চরিত্র | |
প্রথম উপস্থিতি | কালোভ্রমর |
শেষ উপস্থিতি | অবগুণ্ঠিতা |
স্রষ্টা | নীহাররঞ্জন গুপ্ত |
চরিত্রায়ণ |
ইন্দ্রনীল সেনগুপ্ত চিরঞ্জিত চক্রবর্তী |
বাড়ি | টালিগঞ্জ, কলকাতা |
উচ্চতা | ৬ ফুট |
সহকারী | সুব্রত |
তথ্য | |
লিঙ্গ | পুরুষ |
পেশা | গোয়েন্দাগিরি |
শিরোনাম | রায় |
দাম্পত্য সঙ্গী | কৃষ্ণা |
ধর্ম | হিন্দু ধর্ম |
জাতীয়তা | ভারতীয় |
চরিত্র
কিরীটী রহস্যভেদী হিসেবেই নিজের পরিচয় দিয়ে থাকেন। তার সহকারী সুব্রত, স্ত্রী কৃষ্ণা। টালিগঞ্জে তার বাড়ি রয়েছে, এছাড়াও রয়েছে নিজস্ব গাড়ি, ড্রাইভারের নাম হীরা সিং। তার ভৃত্যের নাম জংলী।[1]
তার উচ্চতা ছয় ফুট, গায়ের রং ফরসা। চুল ব্যাকব্রাশ করা, কোঁকড়ানো। পুরু লেন্সের কালো সেলুলয়েড চশমা পড়েন তিনি। দাঁড়িগোফ নিখুঁতভাবে কামানো।[1][3]
চরিত্র নির্মাণ-ইতিহাস
যুক্তরাজ্যে নীহাররঞ্জন গুপ্তের সাথে বিখ্যাত গোয়েন্দাকাহিনি লেখক আগাথা ক্রিস্টির পরিচয় ঘটে। এরপরেই তিনি দেশে ফিরে এসে কিরীটী চরিত্র নির্মাণ করেন।[3] তার ছোটবেলায় প্রত্যক্ষ করা একটি আত্মহত্যা এবং অন্তঃস্বত্ত্বা বিধবা বৌদিকে গুলি করে খুন করেন যক্ষারোগ-আক্রান্ত তাঁর রুগ্ণ দেবর — এ দুটি ঘটনাই পরবর্তীতে কিরীটীর মত একটি গোয়েন্দা চরিত্র নির্মাণ করতে প্ররোচিত করে তাকে।[1]
চলচ্চিত্রে কিরীটী
এযাবত চারটি চলচ্চিত্র নির্মিত হয়েছে কিরীটী রায়ের কাহিনী অবলম্বনেঃ
- সেপ্টেম্বর, ২০১৬ সালে মুক্তি পায় ইন্দ্রনীল সেনগুপ্ত, কৌশিক সেন অভিনীত কিরীটী ও কালোভ্রমর। ইন্দ্রনীল এই চলচ্চিত্রে কিরীটীর চরিত্রে অভিনয় করেন।[4]
- জানুয়ারি, ২০১৬ সালে মুক্তি পায় অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় চিরঞ্জিত চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত কিরীটী রায় (চলচ্চিত্র)। সেতারের সুর কাহিনী অনুসারে এ চলচ্চিত্রে কিরীটী চরিত্রে অভিনয় করেন চিরঞ্জিত।[5]
- ২০১৭ সালে নির্মিত এবং কিরীটী চলচ্চিত্রটির পরিচালক ছিলেন অনির্বান পারিয়া। এই ছবিতে কিরীটী চরিত্রে অভিনয় করেন প্রিয়াংশু চ্যাটার্জী
- ২০১৮ সালে অনিন্দ্য বিকাশ দত্তের পরিচালনায় মুক্তি পায় নীলাচলে কিরীটী। এই ছবিতে কিরীটী চরিত্রে অভিনয় করেন ইন্দ্রনীল সেনগুপ্ত।
তথ্যসূত্র
- "কিরীটী রায়"। আনন্দবাজার পত্রিকা। ১৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।
- "Popular sleuth Kiriti Roy to debut on silver screen"। টাইমস অব ইন্ডিয়া। ১২ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।
- নীহাররঞ্জন গুপ্ত। কিরীটী অমনিবাস প্রথম খণ্ড। মিত্র ও ঘোষ পাবলিশার্স।
- "ভ্রমরের তালে কিরীটী"। আনন্দবাজার পত্রিকা। ১৯ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।
- "চিরঞ্জিতও পারলেন না কিরীটীকে উদ্ধার করতে"। আনন্দবাজার পত্রিকা। ১৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৭।